উত্তরপাড়া, 12 নভেম্বর: সাতসকালে হুগলির কোন্নগরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল এক দুষ্কৃতী ৷ ব্যবসায়ীর মাথায় গুলি লেগেছে ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করানো হয় ৷ আহত ব্যবসায়ীর নাম মহম্মদ শামসুদ্দিন আনসারি ৷ অভিযোগ, সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে কোন্নগর ও রিষড়ার সীমানা লাগোয়া এলাকা ব্রহ্মস্থানে ৷
কোন্নগর ও রিষড়া সীমানা লাগোয়া বাঘ-খাল এলাকার বাসিন্দা শামসুদ্দিন আনসারি লরি ব্যবসায়ী ৷ এলাকায় খান দা নামে পরিচিত তিনি ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্রহ্মস্থানে একটি নতুন বাড়ি কিনেছেন শামসুদ্দিন ৷ সেখানেই প্রতিবেশী আরেক ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারির সঙ্গে কথা বলছিলেন তিনি ৷ অভিযোগ, সেই সময় শামসুদ্দিনকে পিছন থেকে মাথায় গুলি করেন রঞ্জন যাদব ৷
আহত ব্যবসায়ী মহম্মদ শামসুদ্দিন আনসারি ৷ (ইটিভি ভারত) শামসুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাঁকে কলকাতার নিউরো সায়েন্সে স্থানান্তরিত করা হয় ৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক রঞ্জন যাদব বাঘ-খাল দুই নম্বর লাইনের বাসিন্দা ৷ রঞ্জন এবং শামসুদ্দিন একসঙ্গে একবার সংশোধনাগারেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ পুরনো কোনও শত্রুতার জেরে তাঁকে গুলি করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷
ঘটনার পর থেকেই অভিযুক্ত রঞ্জন পলাতক ৷ উত্তরপাড়ার থানার আধিকারিকরা শুট আউটের ঘটনার তদন্ত শুরু করেছেন ৷ অন্যদিকে, এই ঘটনার পর থেকে কোন্নগর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চন্দননগর কমিশনারেটের তরফে পুলিশ বাহিনী ও ব়্যাফ নামানো হয়েছে ৷ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় গিয়েছেন ৷
চন্দননগর কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, "প্রাথমিকভাবে মনে হচ্ছে পুরনো গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে ৷ এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে ৷"