পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইউপিআই মেশিনে বাংলায় মেসেজ! রূপনারায়ণপুর ব্যবসায়ীকে মার, হিন্দিতে গালিগালাজের অভিযোগ - BENGALI LANGUAGE

অভিযোগ, ইউপিআই মেশিনে বাংলায় মেসেজ পেয়েই যুবক হিন্দিতে গালিগালাজ করেন ব্যবসায়ীকে ৷ পরে দুই সঙ্গীকে নিয়ে এসে দোকানদারকে মেরে মুখ ফাটিয়ে দেন ৷

Bengali language
বাংলা ভাষার জন্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2024, 3:27 PM IST

আসানসোল, 17 ডিসেম্বর: পেমেন্ট করার সময় দোকানের ইউপিআই মেশিনে বাংলা উচ্চারিত হতেই ব্যবসায়ীকে গালিগালাজ ও মারধর করার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর বাজারে । বাংলায় দাঁড়িয়ে বাংলা ভাষার অবমাননা ! ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে বাংলাপক্ষ ।

বাংলাপক্ষের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি অক্ষয় বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "আমরা পুলিশকে জানিয়েছি অবিলম্বে ওই এলাকার সিসিটিভি পরীক্ষা করে যুবকদেরকে চিহ্নিত করতে হবে এবং এই যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে । না-হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা । বাঙালিদের উপর এরকমভাবে আক্রমণ আমরা মেনে নেব না ।

আহত ব্যবসায়ীর বক্তব্য (ইটিভি ভারত)

উল্লেখ্য, যেকোনও দোকানের ইউপিআই মেশিনের স্ক্যান করে পেমেন্ট করলেই সেই মেশিনের সাউন্ড বক্স থেকে ভেসে আসে টাকা গ্রহণের বার্তা । সেটা বাংলা, ইংরেজি, হিন্দি বিভিন্ন ভাষাতেই সেট করে রাখা যায় । আর নিজের প্রিয় বাংলা ভাষাকে সেই ইউপিআই মেশিনে রাখতে গিয়েই বিপদে পড়লেন এক ছোট দোকানি । শুধুমাত্র তাঁর মেশিনে বাংলা উচ্চারিত হওয়ায় তাঁকে গালিগালাজ করার পাশাপাশি মারধর করা হল বলে অভিযোগ ।

জানা গিয়েছে, সালানপুরের রূপনারায়ণপুরের ডাবর মোড়ে অনুপ মাজির ছোট একটি দোকান আছে । সেই দোকানে নানারকম জিনিস পাওয়া যায় । অভিযোগ, রবিবার রাতে যখন বাজার প্রায় ফাঁকা হয়ে আসে, তখন এক যুবক তাঁর দোকানে আসে সিগারেট কিনতে ৷ সিগারেটের দাম বাবদ যে টাকা হয়, তা তিনি ইউপিআই স্ক্যান করে দিতে চান । মেশিনে স্ক্যান করে টাকা পাঠাতেই সেখান থেকে বাংলা ভাষায় টাকা প্রাপ্তির বার্তা দেওয়া হয় ।

ঘটনার প্রতিবাদে সরব বাংলাপক্ষ (নিজস্ব ছবি)

অনুপ মাজি বলেন, "বাংলা শুনেই রেগে যায় ওই যুবক । হিন্দি ভাষায় গালিগালাজ করতে থাকে আমাকে । আমি প্রতিবাদ করলে সাময়িকভাবে ওই যুবক সেখান থেকে চলে যায় । এরপর আরও দুই সঙ্গীকে নিয়ে পুনরায় ফিরে আসে আমার দোকানে । আমি যখন দোকান বন্ধ করতে যাই, তখন ওই যুবক চড়াও হয় আমার উপর ৷ আমাকে মারধর করা হয় । আমি মুখে চোট পাই । এরপর আমি চিৎকার করতেই সেখান থেকে পালিয়ে যায় যুবকরা ।’’

আহত ব্যবসায়ী অনুপ মাজি (নিজস্ব ছবি)

তারপরই আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সালানপুরের পিঠাইকেয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আঘাতপ্রাপ্ত জায়গায় দু’টি সেলাই হয়েছে তাঁর । এই ঘটনার খবর পাওয়ার পরই প্রতিবাদে নামে রূপনারায়ণপুর বাজার সমিতি এবং বাংলাপক্ষ । তারা রূপনারায়ণপুর ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি পুলিশকে বলে অবিলম্বে এই ঘটনার ব্যবস্থা নিতে হবে ।

প্রসঙ্গত, এই ঘটনার কয়েকদিন আগে একইভাবে বাংলা ভাষা বলার জন্য রূপনারায়ণপুরে এক যুবককে মারধর করা হয়েছিল । সেবারেও বাংলাপক্ষ প্রতিবাদ করায় অভিযুক্তরা থানায় এসে ক্ষমা চেয়ে গিয়েছিলেন । একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রূপনারায়ণপুরে । এবার একেবারে গালিগালাজ থেকে শুরু করে মারধর করার অভিযোগ ব্যবসায়ীকে ।

ABOUT THE AUTHOR

...view details