জামালপুর, 20 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর আশ্বাসেও আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের ৷ পোস্ট অফিসের কর্মীদের দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছেন ৷ বুঝতে পারছেন না আধার কার্ড বাতিল হয়ে গেলে কী করবেন । এমনকী আধার বাতিল হলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে গ্যাস ও মোবাইল ফোনের সংযোগের কী হবে সেই ব্যাপারেও কিছু জানেন না ৷ জানা গিয়েছে, জামালপুর ব্লক প্রশাসনের তরফে পোস্ট অফিস সঙ্গে যোগাযাগ করা হয়েছিল ৷ প্রশাসনের তরফে আধার বাতিল সংক্রান্ত কতজনের নামে এই চিঠি পাঠানো হয়েছে সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে ।
আধার কার্ড বাতিল করা হলেও সরকারি পরিষেবা বন্ধ না হওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার সিউড়ির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন আধার কার্ড থাকুক কিংবা বাতিল করা হোক রাজ্যের পরিষেবা কোনওভাবেই বন্ধ হবে না ।
ঘটনা প্রসঙ্গে এক গ্রামবাসী বিপুন বিশ্বাস বলেন, "10-12 বছর ধরে এলাকায় আছি । ভোটার ও আধার কার্ড করেছি । হঠাৎ দেখলাম পোস্ট অফিস থেকে চিঠি পাঠানো হয়েছে । তাতে আধার কার্ড বাতিল সংক্রান্ত কিছু লেখা আছে । আবুজহাটি গ্রাম প্রধানকে জানিয়েছি । জানি না কী হবে ।"
তাঁর কথার রেশ টেনে আরও এক গ্রামবাসী সজল ব্যাপারী জানান, পোস্ট অফিস থেকে তাঁর বাড়িতে চিঠি এসেছে । আতঙ্কে সেই চিঠি খোলা হয়নি । পরে জানা গিয়েছে, আধার কার্ড বাতিল সংক্রান্ত কাগজপত্র । তাঁর কথায়, "আমার তো ভোটার কার্ডও আছে । ভোটও দিয়েছি । তাহলে আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন । আমাদের গ্রামে প্রায় 50 জনের কাছে এই চিঠি এসেছে । কিন্তু আমরা এই কার্ডকে বৈধ বলেই মনে করছি । এর সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব ।"