বর্ধমান, 7 জুলাই: রথ টানা হয় একটি নয়, দু'টি । তবে দু'টি রথের মধ্যে কোনওটাতেই দেখা যায় না ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে । তাঁদের পরিবর্তে একটি রথে থাকেন লক্ষ্মী-নারায়ণ ও অপর রথে থাকেন রাধা-গোপাল । আর রথের দিন সকাল সাতটা বাজলেই এই রথ টানা শুরু হয় । প্রাচীন রীতি মেনে সেই সময়ের কখনও হেরফের হয় না । ছবিটা প্রাচীন ঐতিহ্যবাহী বর্ধমান রাজবাড়ির রথের ।
বর্ধমান রাজবাড়িতে অন্যরকম রথযাত্রা পালন (ইটিভি ভারত) এই রাজ্যে রথের কথা উঠলেই যেখানে মাহেশের রথ, মহিষাদলের রথ কিংবা গুপ্তিপাড়ার রথের কথা মনে আসে, সেই তালিকায় বর্ধমান রাজবাড়ির রথের কথা না বললেই নয় ৷ তবে সেই সমস্ত রথের থেকে এখানকার রথযাত্রার একটা আলাদা বৈশিষ্ট্য আছে । প্রথম কথা দু'টি রথ টানা হয় ৷ একটি রাজার রথ এবং আরেকটি রানির রথ ৷ বর্ধমান রাজবাড়ির কুলদেবতা লক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরের চত্বরে এই রথ টানা হয় ৷
বর্ধমান রাজবাড়িতে ঐতিহ্যবাহী রথযাত্রায় পিতলের তৈরি রাজার রথ (নিজস্ব ছবি) প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো বর্ধমান রাজবাড়ির রথ ৷ বর্ধমানের মহারাজা তেজচাঁদের আমল থেকে চলে আসছে রাজবাড়ির এই রথযাত্রা ৷ তবে মহারাজা মহাতাব চাঁদের আমলে ছিল পাঁচ তলার রথ । রাজার রথ ছিল পিতলের তৈরি, অন্যদিকে রানির রথ ছিল রুপোর তৈরি ৷ এখন যদিও রানির রথটি কাঠের ৷ তবে দু'টি রথের মধ্যে একটা রথেও থাকেন না জগন্নাথ, বলরাম ও সুভদ্রা । তাঁদের পরিবর্তে রাজার রথে থাকেন লক্ষ্মী-নারায়ণ ও রানির রথে থাকেন রাধা-গোপাল ।
বর্ধমান রাজবাড়ির রথ টানা হচ্ছে (নিজস্ব ছবি) তবে যেহেতু রথে জগন্নাথ দেব নেই, তাই নেই কোনও মাসির বাড়িও । ফলে সারাদিন এক জায়গাতেই রথকে রাখা হয় ৷ রাজবাড়ির এই রথের দড়িতে টান দেওয়ার জন্য বাইরের মানুষজন ভিড় জমান । রথযাত্রাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে মেলাও বসে ৷ বর্ধমান শহরের কার্জনগেট হয়ে পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার গেলেই মিলবে বড়বাজার সোনাপট্টি । সেখানেই আছে লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির ।
রথকে কেন্দ্র করে মেলা বসে বর্ধমান রাজবাড়িতে (নিজস্ব ছবি) লক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরের প্রধান পুরোহিত উত্তম মিশ্র বলেন, "প্রাচীন রীতি মেনে আজও রাজবাড়িতে সকাল সাতটায় রথ টানা হয় । এখানে দু'টি রথ টানা হয় ৷ একটি রাজার রথ আর একটা রানির রথ । রাজার রথ ছিল পিতলের তৈরি, আর রানির রথ ছিল রুপোর । মন্দিরের ভিতরে থাকে রানির রথ । সেই রথ এখন কাঠের ৷ তবে দু'টি রথের মধ্যে একটা রথেও থাকেন না জগন্নাথ বলরাম ও সুভদ্রা । এখানে রাজার রথে থাকেন রাধা গোপাল ও রানির রথে থাকেন লক্ষ্মী নারায়ণ ।"
কাঠের তৈরি রানির রথ (নিজস্ব ছবি) স্থানীয় বাসিন্দা বংশীবদন রায় বলেন, "ছোট থেকেই এই রাজবাড়ির রথ দেখতে আসি । আগে শুনেছি এখানে একটা রুপোর রথ ছিল । এখনও এখানে সাত দিন ধরে রথ উপলক্ষে মেলা বসে । খুব উপভোগ করি সেগুলি ৷" স্থানীয় বাসিন্দা পম্পা বেজ বলেন, "বিয়ের পর থেকেই এখানে রথ দেখতে আসি । এখানে রথে একটা অন্য উন্মাদনা থাকে ।"