কলকাতা, 11 অগস্ট: ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড গত 24 ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশিকে আটক করেছে । আবার দুই ভারতীয় পাচারকারীর থেকে উদ্ধার করা হয়েছে গরু, ফেনসিডিল । বাংলাদেশি-সহ ধৃতদের সংশ্লিষ্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । গরু ও অন্যান্য সামগ্রীও হস্তান্তর করা হয়েছে । রবিবার বিএসএফ সূত্রে এই খবর মিলেছে ৷
ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড আন্তর্জাতিক সীমানা বরাবর বিশেষ অভিযান চালাচ্ছে । যার ফলাফল হাতেনাতে পাচ্ছেন বিএসএফ কর্মী আধিকারিকরা । সূত্রের দাবি, গত 24 ঘণ্টায় বিশেষ অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে । তাঁদের মধ্যে 2 জনকে বাংলা, 2 জনকে ত্রিপুরা এবং 7 জনকে মেঘালয়ের বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়েছে । তাঁদের প্রত্যেককেই ওই নির্দিষ্ট থানা এলাকার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে । গোটা বিষয়টি দক্ষিণবঙ্গ বিএসএফের হেডকোয়ার্টারের জনসংযোগ দফতর থেকে নিশ্চিত করা হয়েছে ।