কলকাতা, 12 মে: চতুর্থ দফার ভোটের আগে বড় সাফল্য বিএসএফ-এর । নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করলেন জওয়ানরা । ওজন 3208 কেজি ৷ দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন ৷ ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের আন্তর্জাতিক সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ ঘনঘন তল্লাশি চালানো হচ্ছে একাধিক জায়গায় ৷ এমনই এক অভিযান চলাকালীন হালদারপাড়া সীমান্তে 26টি সোনার বিস্কুট উদ্ধার করে 32 ব্যাটেলিয়নের জওয়ানরা ৷
জানা গিয়েছে, গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে 11 মে অতর্কিত তল্লাশি অভিযান চালান বিএসএফ জওয়ানরা ৷ সেই সময় সোনা নিয়ে কাঁটা তার টপকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল চোরাচালানকারীরা ৷ জওয়ানদের দেখতে পেয়ে এলাকায় লুকিয়ে পড়ে তারা ৷ কিন্তু অতর্কিত হামলা করেন জওয়ানরা ৷ বেকাদায় আর পালাতে পারেনি চোরাকারবারীরা ৷ ধরপাকড়ের সময় শূন্যে এক রাউন্ড গুলিও চালান বিএসএফ জওয়ানরা ।