পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চতুর্থ দফার ভোটের মুখে ভারত-বাংলাদেশ সীমান্তে আটক 2.5 কোটির সোনা - BSF Recovers Gold Bar - BSF RECOVERS GOLD BAR

BSF Recovered Gold Bar from Nadia: নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করলেন বিএসএফ জওয়ানরা । বাজেয়াপ্ত করা সোনার ওজন 3208 কেজি, যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি 35 লক্ষ 46 হাজার 720 টাকা ।

BSF
নির্বাচনের মধ্যে বড় সাফল্য (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 7:27 PM IST

কলকাতা, 12 মে: চতুর্থ দফার ভোটের আগে বড় সাফল্য বিএসএফ-এর । নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করলেন জওয়ানরা । ওজন 3208 কেজি ৷ দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন ৷ ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের আন্তর্জাতিক সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ ঘনঘন তল্লাশি চালানো হচ্ছে একাধিক জায়গায় ৷ এমনই এক অভিযান চলাকালীন হালদারপাড়া সীমান্তে 26টি সোনার বিস্কুট উদ্ধার করে 32 ব্যাটেলিয়নের জওয়ানরা ৷

জানা গিয়েছে, গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে 11 মে অতর্কিত তল্লাশি অভিযান চালান বিএসএফ জওয়ানরা ৷ সেই সময় সোনা নিয়ে কাঁটা তার টপকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল চোরাচালানকারীরা ৷ জওয়ানদের দেখতে পেয়ে এলাকায় লুকিয়ে পড়ে তারা ৷ কিন্তু অতর্কিত হামলা করেন জওয়ানরা ৷ বেকাদায় আর পালাতে পারেনি চোরাকারবারীরা ৷ ধরপাকড়ের সময় শূন্যে এক রাউন্ড গুলিও চালান বিএসএফ জওয়ানরা ।

উদ্ধার হওয়া সোনার বিস্কুট (নিজস্ব চিত্র)

চোরাচালানকারীদের কাছ থেকে 3208 কেজি ওজনের সোনার বিস্কুট করা হয়েছে বলে জানান হয়েছে বিএসএফ-এর তরফে ৷ যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি 35 লক্ষ 46 হাজার 720 টাকা । বিপুল সংখ্যক এই সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল ৷ যদিও চোরাকারবারীদের সেই চেষ্টা ভেস্তে দিয়েছেন জওয়ানরা ৷ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বনপুর কাস্টমস্ অফিসে পাঠান হয় সেই সোনা ৷ ঘটনাস্থল থেকে দুটি ধারালো ছু়রিও উদ্ধার করেছেন জওয়ানরা ৷

বিএসএফ-এর দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা একে আর্য সীমান্তে চোরাচালান রুখতে এলাকাবাসীদের কাছে আবেদন জানিয়েছেন ৷ এই সংক্রান্ত কোনও তথ্য থাকলে তা বিএসএফ-এর 'বর্ডার সাথী' হেল্পলাইন নম্বর 14419 নম্বরে যোগাযোগ করে জানাতে বলেছেন ৷ সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানান হয়েছে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details