বালুরঘাট, 21 মে:ফের সোনার বিস্কুট উদ্ধার ভারত-বাংলাদেশ হিলি সীমান্তে । হিলির হাড়িপুকুর এলাকায় যৌনাঙ্গে লুকিয়ে 51 লক্ষ টাকার সোনার বিস্কুট পাচারের চেষ্টা ৷ বিএসএফ জওয়ানের হাতে আটক ভারতীয় এক মহিলা ৷ জানা গিয়েছে, উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট পাচার করার সময় ওই মহিলা পাচারকারিকে আটক করে বিএসএফ । ধৃত মহিলার নাম খতেজা খাতুন ৷ বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায় ৷
দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিক ভারত-বাংলাদেশ সীমান্ত থাকায় চোরা কারবারিদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে । নিষিদ্ধ কফ সিরাপ পাচারের পাশাপাশি কখনও সীমান্তে উদ্ধার হয়েছে সাপের বিষ, আবার কখনও সোনার বিস্কুট । গত 16 মে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির হাঁড়িপুকুর ভারত - বাংলাদেশ সীমান্তে জিন্নাত আলি মণ্ডল নামে এক যুবককে চোরা পাচারের জন্য আটক করা হয় ৷ তার মলদ্বার থেকে 1 কেজি 40 গ্রাম সোনা উদ্ধার হয়েছিল । প্রায় 76 লক্ষ টাকা মুল্যের মোট নয়টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছিল । এক সপ্তাহের মধ্যে রবিবার এক মহিলা পাচারকারীর যৌনাঙ্গ থেকে উদ্ধার করা হল 51 লক্ষ টাকার সোনার বিস্কুট ।