পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট, আটক এক ভারতীয় মহিলা - Gold Biscuits Recovered

Gold Biscuits Recovers by BSF: এক সপ্তাহে হিলির ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হাড়িপুকুর এলাকায় পরপর দুটি সোনা পাচারের ঘটনায় চাঞ্চল্য সীমান্তে । 51 লক্ষ টাকার সোনার বিস্কুট পাচারের চেষ্টা ৷ বিএসএফ জওয়ানের হাতে আটক ভারতীয় মহিলা ৷

Gold Biscuits Recovers by BSF
হিলি সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 4:30 PM IST

বালুরঘাট, 21 মে:ফের সোনার বিস্কুট উদ্ধার ভারত-বাংলাদেশ হিলি সীমান্তে । হিলির হাড়িপুকুর এলাকায় যৌনাঙ্গে লুকিয়ে 51 লক্ষ টাকার সোনার বিস্কুট পাচারের চেষ্টা ৷ বিএসএফ জওয়ানের হাতে আটক ভারতীয় এক মহিলা ৷ জানা গিয়েছে, উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট পাচার করার সময় ওই মহিলা পাচারকারিকে আটক করে বিএসএফ । ধৃত মহিলার নাম খতেজা খাতুন ৷ বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায় ৷

দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিক ভারত-বাংলাদেশ সীমান্ত থাকায় চোরা কারবারিদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে । নিষিদ্ধ কফ সিরাপ পাচারের পাশাপাশি কখনও সীমান্তে উদ্ধার হয়েছে সাপের বিষ, আবার কখনও সোনার বিস্কুট । গত 16 মে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির হাঁড়িপুকুর ভারত - বাংলাদেশ সীমান্তে জিন্নাত আলি মণ্ডল নামে এক যুবককে চোরা পাচারের জন্য আটক করা হয় ৷ তার মলদ্বার থেকে 1 কেজি 40 গ্রাম সোনা উদ্ধার হয়েছিল । প্রায় 76 লক্ষ টাকা মুল্যের মোট নয়টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছিল । এক সপ্তাহের মধ্যে রবিবার এক মহিলা পাচারকারীর যৌনাঙ্গ থেকে উদ্ধার করা হল 51 লক্ষ টাকার সোনার বিস্কুট ।

61 নম্বর ব্যাটেলিয়ানের বিএস‌এফ জওয়ানরা রবিবার বিকেলে হিলির সীমান্তে নজরদারি চালানোর সময় ওই মহিলাকে দেখতে পান ৷ জওয়ানদের সন্দেহ হওয়ায় ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হয় তাঁকে ৷ সেইসময় দেহের মধ্যে মেটাল জাতীয় কিছু থাকার সন্ধান পান জওয়ানরা । এরপর জিজ্ঞাসাবাদ চালাতেই ওই মহিলা স্বীকার করে, তার যৌনাঙ্গে সোনার বিস্কুট রয়েছে । তারপর একে একে ছ’টি সোনার বিস্কুট তার যৌনাঙ্গ থেকে বের করা হয় । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ছ’টি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য 51 লক্ষ 21 হাজার 828 টাকা । সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দফতরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷

এক সপ্তাহে হিলির ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হাড়িপুকুর এলাকায় পরপর দুটি সোনা পাচারের ঘটনায় চাঞ্চল্য হিলির ভারত বাংলাদেশ সীমান্তে। সোনা পাচারের চক্র কিভাবে কাজ করছে এবং আরও কারা জড়িত রয়েছে সেই বিষয় পুরো ঘটনা ক্ষতিয়ে দেখছে 61 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানরা।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details