পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

500 টাকার জন্য সাড়ে 4 কোটির সোনা পাচার ! বিএসএফের জালে সিভিল ইঞ্জিনিয়ার - CIVIL ENGINEER SMUGGLED GOLD

অর্থ উপার্জনের জন্য চোরাচালান চক্রের সঙ্গে হাত মেলানোর অভিযোগ সিভিল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ৷ ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার 50টি সোনার বিস্কুট ৷

Civil Engineer Smuggled Gold
প্রায় সাড়ে চার কোটি টাকার সোনাপাচার করতে গিয়ে ধৃত সিভিল ইঞ্জিনিয়ার ৷ (ছবি সূত্র- বিএসএফ)

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2024, 7:14 PM IST

কলকাতা, 19 নভেম্বর: মাত্র 500 টাকার জন্য প্রায় সাড়ে চার কোটি টাকার সোনা পাচার এক সিভিল ইঞ্জিনিয়ারের ! এমনই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার তেঁতুলবেড়িয়া ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচপোতা গ্রামে ৷ গোপন সূত্রে খবর পেয়ে, দক্ষিণবঙ্গ বিএসএফের আধিকারিকরা অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের 50টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন ৷ এরপর অভিযুক্তকে আটক করে ডিআরআই আধিকারিকদের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী ৷

বিএসএফ সূত্রে খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, তেঁতুলবেড়িয়া সীমান্ত ফাঁড়ির বাহিনী উত্তর 24 পরগনার পাঁচপোতা আঁচলপাড়া গ্রামে অভিযান চালায় ৷ সেখানে একটি বাড়িতে হানা দিয়ে 5.9 কেজি ওজনের 50টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয় ৷ যার বর্তমান বাজারমূল্য 4.36 কোটি টাকা ৷ এই বিপুল পরিমাণ সোনা একটি বেল্টের নীচে সিন্থেটিক ক্যারি ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল ৷

উদ্ধার হওয়া সাড়ে 4 কোটি টাকার সোনার বিস্কুট ৷ (ছবি সূত্র- বিএসএফ)

বিএসএফের অভিযানের সময় বাড়ির পিছনের গেট দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত সিভিল ইঞ্জিনিয়ার ৷ কিন্তু, বাহিনী পুরো বাড়িটি আগে থেকে ঘিরে ফেলায় পালাতে পারেননি তিনি ৷ শূন্যে গুলি চালালে এক জায়গায় দাঁড়িয়ে পড়েন ওই পাচারকারী ৷ তাঁর তল্লাশি চালালে কোমড়ের বেল্টের নীচে সিন্থেটিক ক্যারি ব্যাগে সোনার বিস্কুটগুলি পাওয়া যায় ৷

বিএসএফের জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান, অর্থ উপার্জনের জন্য চোরাচালান চক্রে যোগ দিয়েছেন ৷ এই বিপুল সোনা 1-2 ঘণ্টার জন্য নিজের কাছে রেখে, সেগুলি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল ৷ যার পরিবর্তে 500 টাকা পেতেন ওই সিভিল ইঞ্জিনিয়ার ৷

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি নীলোৎপল কুমার পাণ্ডে বাহিনীর সাফল্যে প্রশংসা করেন ৷ তিনি স্থানীয় বাসিন্দাদের বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন 14419 বা হোয়াটসঅ্যাপ নম্বর 9903472227-এর মাধ্যমে সোনা চোরাচালান সম্পর্কে যে কোনও তথ্য শেয়ার করার জন্য অনুরোধ করেন ৷ তিনি আশ্বাস দিয়েছেন তথ্য প্রদানকারীদের পুরস্কৃত করা হবে ৷ পাশাপাশি, পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details