কলকাতা, 8 এপ্রিল:সোনার বিস্কুট-সহ এক বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ ৷ ধৃতের নাম মহম্মদ রাসেল মিয়াঁ। সীমান্তে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য 1 কোটি 6 লক্ষ 65 হাজার 904 টাকা ৷ উত্তর 24 পরগনার বনগাঁ আইসিপি পেট্রাপোল সীমান্ত থেকে ওই বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷
নির্বাচনের মুখে চোরা চালানকারীদের রমরমা আটকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ তার মধ্যেই রবিবার বিএসএফের হাতে ধরা পড়ে বাংলাদেশি পাচারকারী ৷ বিএসএফ সূত্রে খবর, 7এপ্রিল বিএসএফ কর্মীরা একজন বাংলাদেশি যাত্রীকে আটক করে ৷ তাঁকে তল্লাশি করার সময়, মেটাল ডিটেক্টরে তাঁর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি লক্ষ্য করেন তাঁরা । এরপরই সন্দেহ হয় ৷ জওয়ানরা তাঁকে শৌচালয়ে নিয়ে গিয়ে তল্লাশি করেন । সেই সময় দু’টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় । যেগুলির ওজন 233.32 গ্রাম ৷ ধৃতের নাম মহম্মদ রাসেল মিয়াঁ । বাংলাদেশের ঢাকা বিভাগের শরিয়াতপুর জেলার ফেদুলা বেপারী কান্দি গ্রামের বাসিন্দা । বাংলাদশ থেকে ভারতে পাচার করার সময়ে সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়ে সেই পাচারকারী ৷
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মহম্মদ রাসেল মিয়াঁ জানিয়েছে, গত 6 এপ্রিল যশোর বাসস্ট্যান্ডে এক বাংলাদেশি তার সঙ্গে দেখা করে । তাকে 2টি সোনার বিস্কুট ভারতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় । জানায়, কলকাতার নিউমার্কেটে এই সোনা সফলভাবে ডেলিভারি করতে পারলে 4 হাজার বাংলাদেশি টাকা দেওয়া হবে । বাংলাদেশ ইমিগ্রেশন ক্লিয়ার করার পর সে বিএসএফ চেকিং পয়েন্টে পৌঁছয় । কিন্তু, সেখানেই দু’টি সোনার বিস্কুট-সহ সে ধরা পড়ে । বাজেয়াপ্ত হওয়া সোনা পেট্রাপোল কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে ।