কলকাতা, 27 এপ্রিল: সন্দেশখালির মত জঘন্য ঘটনা অতীতে বাংলায় কখনও ঘটেনি। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা আর নেই ৷ দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচারে এসে শনিবার এমনটাই দাবি করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন সাংসদ বৃন্দা কারাত।
শনিবার দক্ষিণ কলকাতা কেন্দ্রে সিপিএম প্রার্থীর প্রচারে বৃন্দা কারাত ছাড়াও ছিলেন যুব নেত্রী ঐশী ঘোষ। প্রচারের ফাঁকে ইটিভি ভারতের তরফে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ কলকাতায় নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সম্পর্কে প্রশ্ন করা হলে কারাত আত্মবিশ্বাস নিয়ে দাবি করেন, "কী আবার হবে? এখানে তৃণমূল হারবে, বিজেপি হারবে, সায়রা জিতবে।" এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল শুক্রবার ফের সন্দেশখালিতে সিবিআই তল্লাশি চালায়। এমনকী এনএসজি-ও গিয়েছে ঘটনাস্থলে। এই প্রসঙ্গে বৃন্দা বলেন, "সন্দেশখালির ঘটনা নজিরবিহীন। এমন ঘটনা বাংলার ইতিহাসে অতীতে ঘটেনি। বেআইনি কার্যকলাপের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের পার্টি অফিস। যারা এই ধরনের ঘটনায় যুক্ত তাদের কঠিন শাস্তি পাওয়া দরকার।"