পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফলের রস-বয়েলড ভেজিটেবলে প্রাতঃরাশ সেরে কৃষ্ণনগরের পথে মোদি - Modi in Kolkata Raj Bhavan

PM Narendra Modi Breakfast: শুক্রবার রাতটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় কাটিয়েছেন ৷ এই প্রথমবার তিনি কলকাতায় রাত্রিবাস করলেন ৷ আজ সকালে তিনি রাজভবন থেকে প্রাতঃরাশ সেরে সোজা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ কাল রাতে রাজভবনে কী খেলেন মোদি ? আজ সকালেই কী খেয়ে যাত্রা করবেন তিনি ?

ETV Bharat
প্রধানমন্ত্রী মোদি

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 6:54 AM IST

Updated : Mar 2, 2024, 9:40 AM IST

কলকাতা, 2 মার্চ: চলতি বছর নরেন্দ্র মোদির প্রথম বঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন ৷ প্রধানমন্ত্রী শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ রাজভবন থেকে কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেবেন ৷ সেখানে সরকারি কিছু প্রকল্পের উদ্বোধন ও সমাবেশ শেষে পানাগড় হয়ে চলে যাবেন বিহারে ৷ তার আগে রাজভবনে প্রাতঃরাশ সারলেন তিনি ৷ প্রাতঃরাশ সেরে নির্দিষ্ট সময়েই কৃষ্ণনগরের উদ্দেশে রওনা হবেন তিনি ৷ সেখানে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে জনসভায় যোগ দেবেন তিনি ৷

সূত্রের খবর, তার জন্য রাজভবনে রান্নাঘরে একাধিক পদের আয়োজন হয়েছিল ৷ সেদ্ধ সবজি থেকে একাধিকবার ফলের রস ও চা পান করেছেন নরেন্দ্র মোদি ৷ বিহারে পৌঁছনোর আগে পর্যন্ত তিনি আর কিছু খাবেন না বলেই সূত্রের দাবি ৷ তাই প্রাতঃরাশেই ব্যবস্থা থাকছে একাধিক খাবারের ৷

প্রাতঃরাশে মোদির খাদ্য তালিকা: ফলের রস, মিসক্সড ফ্রুট, বয়েলড ভেজিটেবল, পোহা, উপমা, ইডলি সাম্বার সঙ্গে চাটনি, মেথির পরোটা, কড়াইশুটির কচুরি, আলুর দম, ব্রেড বাটার ও চা ৷ শুক্রবার সকাল থেকেই নিরাপত্তা থেকে রাজভবনের রান্নাঘর, সব কিছুই এসপিজির কড়া নজরদারিতে ছিল ৷ রাজভবনের কর্মীরাও এসপিজির অঙ্গুলিহেলনে চলতে বাধ্য হয়েছেন বলেই খবর ৷

এই প্রথমবার প্রধানমন্ত্রীর জন্য রান্না হয়েছে কলকাতা রাজভবনে ৷ রাজভবন সূত্রের খবর, শুক্রবার রাতে দু'দফায় রাতের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী ৷ স্টার্টার বা প্রথম ধাপে খান চা, সিঙারা ও ভেজ পকোড়া ৷ তারপরই মেইন কোর্স বা দ্বিতীয় দফায় ভারী খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার জন্য ভেজ খিচুড়ি, মিক্সড ভেজ সুপ, রুটি, তুরডাল ফ্রাই, প্লেন রাইস, আলু-পটল সবজি, আলু গোবি, পোস্তর বড়া স্যালাড, পাঁপড়, দই-সন্দেশের আয়োজন ছিল ৷ এই খাবারগুলি এসপিজির কর্মীরা প্রধানমন্ত্রীকে সরবরাহ করেন ৷ একই ভাবে প্রাতঃরাশও সরবরাহ করা হবে ৷

প্রাতঃরাশ সেরে তিনি রাজভবন থেকে সড়কপথে পৌঁছে যাবেন আরসিটিসি হেলিপ্যাডে ৷ সকাল 9টা 40 মিনিট নাগাদ কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আকাশ পথে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন নদিয়া জেলায় ৷ এখানে সরকারি কিছু প্রকল্পের উদ্বোধন সেরে দলীয় সভায় যোগ দেবেন ৷ তারপর কৃষ্ণনগর থেকে পানাগড় হয়ে বায়ুসেনার বিমানে পৌঁছে যাবেন বিহারে ৷

আরও পড়ুন:

  1. স্রেফ গল্প হয়েছে, মোদি সাক্ষাতের পর জানালেন মমতা
  2. সব সীমা পার তৃণমূলের! মোদির হুঙ্কার 'চোটের জবাব, ভোটে দেবেন মানুষ'
  3. 'তৃণমূলের মন্ত্রীদের ঘরে টাকার বান্ডিল সিনেমাকেও হার মানায়' পার্থর উদাহরণ টেনে মোদির খোঁচা
Last Updated : Mar 2, 2024, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details