পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আরজি কর-কাণ্ড নিয়ে রাজ্যে ষড়যন্ত্র চলছে', বিজয়া সম্মিলনীতে দাবি ব্রাত্য বসুর

লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রবিবার প্রথম বালুরঘাটে আসেন ব্রাত্য। বিজয়া সম্মিলনীতে যোগ দিতে এসে আরজি কর-কাণ্ড নিয়ে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ৷

By ETV Bharat Bangla Team

Published : 8 hours ago

BRATYA BASU ON RG KAR INCIDENT
ফাইল ছবি (ইটিভি ভারত)

কুমারগঞ্জ (দক্ষিণ দিনাজপুর), 20 অক্টোবর: জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেই উপলক্ষ্যে রবিবার বালুরঘাটে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু। সেখানেই ব্রাত্য বসু বলেন, "আরজি কর-কাণ্ড নিয়ে রাজ্যে ষড়যন্ত্র চলছে। জুনিয়র ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দফার বৈঠক রয়েছে। বৈঠকে সমস্যার সমাধান হতে পারে। তবে নাগরিক সমাজ নাম করে রাজ্যে যে চক্রান্ত চলছে তার জবাবে সাধারণ মানুষই দেবে।"

এদিন তিনি আরও বলেন, "রাজ্যের আসন্ন ছ'টি উপনির্বাচনে তৃণমূল সবকটিতে জিতবে ৷" উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে চলছে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। আজ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এবং কুশমণ্ডিতে বিজয়া সম্মিলনীতে যোগ দিতে বালুরঘাটে পৌঁছন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিজয়া সম্মিলনীতে ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি শংকর চক্রবর্তী ৷

দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল বাদ দিয়ে নেতাদের এবং কর্মীদের উদ্দেশ্যে ঐক্যের ডাক দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "রাজ্যে এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে। তাই সকলকে এক হতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে যে টালবাহানা করছে। অন্যান্য প্রকল্পের পাশাপাশি তাও রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যকে নিয়ে যে চক্রান্ত চলছে তার জবাব সাধারণ মানুষ দেবে।" উপনির্বাচনে সবক'টি আসন তৃণমূল জিতবে বলে জানান রাজ্য মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্য।

ABOUT THE AUTHOR

...view details