কলকাতা, 15 জুলাই: দৃষ্টিহীনদের জন্য এবার আলিপুর চিড়িয়াখানায় বসল ব্রেইল বোর্ড। যা কার্যত নজির গড়ল দেশে । রবিবার দেশে প্রথম কোনও চিড়িয়াখানায় ব্রেইল বোর্ডের উদ্বোধন হয়েছে । বেশ কয়েকজন দৃষ্টিহীনকে সঙ্গে নিয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এদিন এই ব্রেইল বোর্ডের উদ্বোধন করেন ।
মূলত, দৃষ্টিহীন দর্শকদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের । মন্ত্রী বলেন, "কাজের স্বার্থে বহু জায়গায় এটা হয় । অনেক সময় শুনতে হয়, বিশেষভাবে সক্ষম । যা আমার কাছে খারাপ লাগার বিষয় ছিল । কিন্তু, আজ আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেই সমস্যার কিছুটা সমাধান ঘটিয়েছে । সকলেই সমান সুযোগ পাবেন ।"
বাঘ, শিম্পাঞ্জি, জিরাফ মিলিয়ে মোট 20টি পশুপাখির এনক্লোজারের সমানে এই ব্রেইল বোর্ড বসানো হয়েছে । চোখ নিয়ে কাজ করা কলকাতার এক বেসরকারি সংস্থার তরফে এই ব্রেইল বোর্ডগুলো দেওয়া হয়েছে বলে খবর । কিন্তু, আলিপুর চিড়িয়াখানায় 100-র কাছাকাছি পশুপাখির খাঁচা বা এনক্লোজার রয়েছে । তার মধ্যে মাত্র 20টিতে এই ব্রেইল বোর্ড বসানো হয়েছে । একারণেই মন্ত্রী, আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ-সহ বন বিভাগের উপস্থিত আধিকারিকরা ওই বেসরকারি সংস্থাকে বাকি এনক্লোজারের জন্য ব্রেইল বোর্ড ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন।