পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশ অশান্তির প্রভাব ! সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের কাজে বাধা দিল বিজিবি - INDIA BANGLADESH BORDER

বাংলাদেশ অশান্তির আবহে এবার বিজিবি-এর বাধায় বন্ধ হয়ে গেল জিরো পয়েন্টে কাঁটাতার দেওয়ার কাজ । সমস্যা মেটাতে ভারত-বাংলাদেশ ফ্ল‍্যাগ মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

BANGLADESH CRISIS
সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের কাজে বাধা দিল বিজিবি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 4:06 PM IST

স্বরূপনগর, 7 ডিসেম্বর: বাংলাদেশে অশান্তির জেরে সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) । ভারত-বাংলাদেশ সীমান্তের খোলা অংশে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করে বিএসএফ । কিন্তু সেই কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল বিজিবি-এর বিরুদ্ধে ৷ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় ৷ সমস্যা মেটাতে দু'দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর ।

উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে বয়েছে সোনাই নদী । এটি একেবারে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া । এই নদীই ভাগ করেছে দু'দেশকে । সোনাই নদীর বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ পথে কোনও কাঁটাতার নেই । বিএসএফের 143 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা শনিবার সকালে নদী বরাবর জিরো পয়েন্টে কাঁটাতার দেওয়ার জন্য কাজ শুরু করেন । আমুদিয়া থেকে আরসিকাটি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয় । সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি সেই কাজে বাধা দেয় বলে অভিযোগ । ঘটনার জেরে বিএসএফ ও বিজিবি'র আধিকারিকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে যায়।

স্থগিত কাঁটাতারের কাজ (ইটিভি ভারত)

কাঁটাতার দেওয়ার সময় আন্তর্জাতিক সীমান্ত আইন মানা হয়নি বলে বিজিবি অভিযোগ তোলে । তারা দু'দেশের সীমান্ত নির্দেশক স্তম্ভ থেকে দেড়শো মিটার ভিতরে গিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলেন । বিএসএফের পক্ষ থেকে বলা হয়, তারা আন্তর্জাতিক আইন মেনেই কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছেন । এই নিয়ে দু'দেশের সীমান্তরক্ষী আধিকারিকদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে বাগবিতণ্ডা । শেষ পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ হয়ে যায় । অবশেষে সমস্যা মেটাতে শনিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিং করার সিদ্ধান্ত নেন । বৈঠকের পর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, বাংলাদেশের সম্প্রতিক অশান্তির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নজরদারি বাড়িয়েছেন । ভারত-বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতার থাকলেও এখনও উন্মুক্ত রয়েছে জল-সীমান্ত । বসিরহাট মহকুমা স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ থানার শামসেরনগর পর্যন্ত স্থলসীমান্ত রয়েছে 45 কিলোমিটার । জল-সীমান্ত রয়েছে প্রায় 50 কিলোমিটার । সীমান্তরক্ষী বাহিনী জল ও স্থল দুই সীমান্তেই নজরদারি বাড়িয়েছেন । সীমান্তের খোলা অংশে কাঁটাতার দেওয়ারও ভাবনাচিন্তা চলছে ।

পড়ুন:হোটেল-রেস্তোরাঁয় বাংলাদেশিদের জন্য নো এন্ট্রি, ক্ষতি হলেও দেশের সম্মান রক্ষায় সিদ্ধান্ত ব্যবসায়ীদের

ABOUT THE AUTHOR

...view details