ডোমকল, 4 মে: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই নিজের পুরনো 'ছন্দে' ফিরছে ডোমকল। শনিবার পৃথক দু'টি ঘটনায় ডোমকলের দু'জায়গা থেকে উদ্ধার হল প্রায় 35টি তাজা বোমা । ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বোমা উদ্ধারে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন নিরীহ খেটে খাওয়া মানুষজন। অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার। যদিও পুলিশের পক্ষ থেকে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে ।
আগামী 7 মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খিদিরপাড়া তিলের খেত থেকে দু'ব্যাগ ভরতি বোমা উদ্ধার করল পুলিশ। পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি তাজা বোমা বাজেয়াপ্ত করেছে ডোমকল থানার পুলিশ আধিকারিকরা । গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালানো হয় ৷ তল্লাশিতেই পুলিশ মোট 35টি তাজা বোমা উদ্ধার করে । অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রেখেছে পুলিশ। ইতিমধ্যে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। তবে এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। নির্বাচনের আগে কে বা কারা এত পরিমাণে বোমা এলাকায় মজুত করে রেখেছিল, ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।