কলকাতা, 28 জুন: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ৷ খবর পাওয়া যায়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমা রয়েছে ৷ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলকাতা-পুনেগামী ওই বিমানটির 100 জন যাত্রী নিয়ে উড়ানের কথা ছিল। রানওয়েতে যাওয়ার মুহূর্তে বিমানে বোমা রয়েছে বলে খবর আসে ৷ এই মুহূর্তে বিমানটি দাঁড়িয়ে রয়েছে ৷ যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে ৷ বোম স্কোয়াড ও সিআইএসএফ আধিকারিক তল্লাশি চালাচ্ছে ৷
বিমানবন্দর সূত্রে খবর, বিমানটির বাগডোগরা থেকে কলকাতা, কলকাতা থেকে ভুবনেশ্বর, এবং সেখান থেকে পুনে যাওয়ার ছিল ৷ লাগেজ চেকের সময় যোগেশ ভোঁশলে নামে এক যাত্রী দাবি করেন, তাঁর ব্যাগে বোম রয়েছে ৷ তারপরেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা ৷