ভাঙড়, 27 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই মঙ্গলবার দুপুরে বোমা বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল ভাঙড় হাইস্কুল । এই স্কুলে এবারে কাঁঠালিয়া হাইস্কুল ও কারবালা হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে । এ দিন স্কুলের বাথরুম থেকে বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ আসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ ৷ ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা । স্কুলের মধ্যে এমন ঘটনায় স্বভাবতই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্র থেকে শিক্ষক ও অভিভাবকরা । বোমা বিস্ফোরণের কারণ খুঁজতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুলের ছাত্র সাইজাত সিদ্দিকী বলে, "আমি যখন বাথরুমে এসে বোমা দেখতে পাই । আমি তড়িঘড়ি শিক্ষকদের গিয়ে খবরটি দিই ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতার পুলিশের আধিকারিকেরা । পুলিশ আসার কিছুক্ষণ আগেই বিকট শব্দ করে ফেটে ওঠে বোমাটি ।" স্থানীয় বাসিন্দা সেলিমা বিবির কথায়, "উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে হঠাতই বিকট আওয়াজ আসে স্কুলের ভেতর থেকে । তারপর শুনতে পাই যে স্কুলের মধ্যে বোমা ফেটেছে ৷ ঘটনাস্থলে পুলিশ আসে । তবে এই ঘটনায় আমরা খুব আতঙ্কিত ।"