নদিয়া, 22 জানুয়ারি:একাধিকবার প্রেম নিবেদন করেও লাভ হয়নি ৷ মঙ্গলবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্কুল ছাত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে চরম সিদ্ধান্ত নেয় যুবক ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দশম শ্রেণির ছাত্রীটি ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে ৷ পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুবীর ঘোষ (24) ৷ কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত চৌগাছা ঘোষপাড়া এলাকার বাসিন্দা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, চৌগাছা ঘোষপাড়া এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল সুবীর ঘোষ ৷ কিন্তু, তাঁর এই প্রেমের প্রস্তাবে রাজি ছিল না ওই ছাত্রী ৷ স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে ফের প্রেমের প্রস্তাব দেন তিনি ৷ কিন্তু, আগের মতো এবারও তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রীটি ৷ আর তাতেই রেগে গিয়ে আচমকা একটি হাসুয়া বের করে সজরে কোপ মারে মেয়েটির উপর । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে ৷ সেই দৃশ্য দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ৷
প্রেমে প্রত্যাখান পেয়ে সর্বোচ্চ পদক্ষেপ যুবকের (ইটিভি ভারত)
স্থানীয়রা তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই তাকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । এরপর বাড়ির কিছুটা দূরে অভিযুক্ত সুবীর ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ছে পুলিশ ৷
প্রতিবেশী চিত্তরঞ্জন প্রামাণিক বলেন, "এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল সুবীর ঘোষ । হঠাৎ করে কী এমন হল ? কেন এমন করল ? কিছুই বোঝা যাচ্ছে না ৷" কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার জানান, অভিযুক্ত সুবীর ঘোষ এবং ওই ছাত্রীর একই এলাকায় বাড়ি । ছাত্রীকে কোপ মারে সে ৷ ঘটনার পর একটু দূরে ঝুলন্ত অবস্থায় যুবকটি দেহ উদ্ধার হয় ৷ তবে ছাত্রীর পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ সেই কারণে পুলিশ নিজে থেকেই তদন্ত শুরু করেছে ৷ ছাত্রীর বর্তমান অবস্থা স্থিতিশীল ৷
(আত্মহত্যা কোনও সমাধান নয় -যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)