পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্টেশনের পাশেই হকারের দেহ উদ্ধার, মাথা থেঁতলে খুন

Rail Hawker Body Recovered: আসানসোলে স্টেশনের পাশ থেকে রেল হকারের রক্তাক্ত দেহ উদ্ধার ৷ পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে পাঁথরও ৷

Rail Hawker Body Recovered
রেল হকারের রক্তাক্ত দেহ উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 4:52 PM IST

আসানসোল, 4 মার্চ:রেল হকারের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোলে ৷ সোমবার সকালে রেল স্টেশনের 7 নম্বর প্লাটফর্মের পাশে একটি জঙ্গলে মাথা থ্যাঁতলানো অবস্থায় ওই হকারকে পরে থাকতে দেখেন স্থানীয়রা ৷ অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রেল হকারের নাম মহম্মদ সোনু আনসারি(32)। তাঁর দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বড় পাথরও । অনুমান করা হচ্ছে, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে ওই রেল হকারকে ।

জানা গিয়েছে, আসানসোল উত্তর থানার পুরোনো স্টেশন এলাকার বাসিন্দা মহম্মদ সোনু রেলে পানীয় জলের হকারি করতেন । প্রতিদিনের মতো তিনি রবিবার সকালেও রেলে হকারি করতে বেরিয়েছিলেন । কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি । বাড়ির লোকেরা আশেপাশে এলাকায় খোঁজখবর করেও তাঁর খোঁজ পাননি । সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় আসানসোল স্টেশনের 7 নম্বর প্লাটফর্মের পাশে একটি জঙ্গলে কাছে পড়ে রয়েছে মহম্মদ সোনুর দেহ। তাঁর মাথা থেঁতলানো অবস্থায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে । দেহের পাশে পড়ে থাকা পাথরে রক্ত লেগেছিল । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ । পুলিশ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশ এই ঘটনার তদন্তও শুরু করেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রেল হকারির পর রাতে সাত নম্বর প্লাটফর্মের পাশে একটি মাঠে বসে বন্ধুদের সঙ্গে নেশা করতেন মহম্মদ সোনু । সেই নেশা করার সময় হয়তো কোনও বচসার জেরে বন্ধুরা তাঁকে পাথর দিয়ে থেঁতলে খুন করেছে । আসানসোল উত্তর থানার পুলিশ জানিয়েছে, সবদিক বিচার করেই তদন্ত শুরু হয়েছে । এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি । কীভাবে সোনুর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার নিউটাউনে, তদন্তে পুলিশ
  2. কারিগরী দফতরের দুই অস্থায়ী কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার রায়গঞ্জে, গ্রেফতার বন্ধু
  3. গলা কেটে খুন! পোলবায় পরিতক্ত চৌবাচ্চা থেকে উদ্ধার মহিলার দেহ

ABOUT THE AUTHOR

...view details