গরম পড়তেই রক্তের হাহাকার শুরু হয়েছে বীরভূম জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে । বীরভূম, 6 এপ্রিল: তাপমাত্রার পারদ চড়তেই রক্তের হাহাকার শুরু হয়েছে বীরভূম জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে। গরমের দোসর হয়েছে লোকসভা ভোট আর রমজান মাস। রমজান মাস চলায় কোনও রক্তদান শিবির হচ্ছে না ৷ ফলে, বোলপুর, সিউড়ি ও রামপুরহাট ব্ল্যাড ব্যাঙ্ক কার্যত রক্তশূন্য হয়ে পড়েছে ৷
জেলাজুড়ে চলা এই চরম রক্ত সংকট প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহ সভাপতি নূরুল হক বলেন, "প্রবল রক্ত সংকট চলছে । হঠাৎ করে তীব্র গরম, তার উপর ভোট আর রমজান মাস । তাই শিবির হচ্ছে না ৷ জেলার ব্লাড ব্যাংকগুলিতে মাত্র কয়েকটি নেগেটিভ গ্রুপের রক্ত পড়ে আছে। পজিটিভ গ্রুপের রক্ত একেবারেই নেই । এতে সমস্যায় পড়ছেন প্রসূতি ও ইমারজেন্সি রোগীরা।"
বীরভূম জেলার তাপমাত্রা 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রির আসেপাশে ঘোরা ফেরা করছে ৷ দাবদাহে চরম রক্তের সংকট দেখা দিয়েছে জেলার ব্ল্যাড ব্যাংকগুলিতে ৷ কারণ, গরমের জন্য রক্তদান শিবির হচ্ছে না। পাশাপাশি, লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থীর প্রচারে ব্যস্ত। তাই তাদের পক্ষেও রক্তদান শিবির করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে রমজান মাস চলছে। তাই স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই সময় রক্তদান থেকে বিরত রয়েছেন । ফলে, বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে বি নেগেটিভ রক্ত 3 ইউনিট ও নেগেটিভ রক্ত 4 ইউনিট রয়েছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্ল্যাড ব্যাংকে এবি নেগেটিভ রক্ত মাত্র 3 ইউনিট মজুত রয়েছে । আর বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাড ব্যাংক কার্যত রক্তশূন্য। অর্থাৎ, মাত্র কয়েক ইউনিট নেগেটিভ গ্রুপের রক্ত থাকলেও পজিটিভ গ্রুপের রক্ত একেবারেই নেই ।
তবে ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাবগুলিকে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আবেদন করা হয়েছে ।
বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, "রক্তের সংকট চলছে ৷ তবে আমরা সকল স্তরের সংগঠনগুলির কাছে শিবির করার আবেদন করেছি ।"
আরও পড়ুন:
- খেত থেকে কাঁচা ভুট্টা তোলায় ব্যক্তিকে পিটিয়ে খুন, গ্রেফতার 1
- উত্তরের পর এবার ভিজবে দক্ষিণবঙ্গও, তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বার্তা হাওয়া অফিসের
- পরীক্ষা দিতে বাধা, তীব্র দাবদাহেই অবস্থান বিশ্বভারতীর দৃষ্টিহীন ছাত্র ও ওড়িশার ছাত্রীর