জলপাইগুড়ি, 3 জুলাই: সরকারি জমি দখল করে মাছের ভেরি করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে । সেই জমি দখলমুক্ত করে সরকারি বোর্ড লাগাল ব্লক প্রশাসন । জমিতে চলল বুলডোজারও ৷ দখলি জমিতে বেআইনি নির্মাণও ভাঙা হল বুলডোজার দিয়ে ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবায় ৷
সরকারি জমি দখলমুক্ত ব্লক প্রশাসনের (ইটিভি ভারত) এই বিষয়ে রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় বলেন, "এই জমিটি নিয়ে আমাদের কাছে অভিযোগ ছিল । গাজোলডোবা ভোরের আলো সংলগ্ন এলাকায় 1 একর 33 ডি সরকারি জমি চিহ্নিত করে সরকারের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে । সমস্ত সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জমিতে থাকা অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে । রাজগঞ্জ ব্লক জুড়েও আমাদের সরকারি জমি উদ্ধারের কাজ চলছে । ব্লকে যেসব জায়গায় সরকারি জমি দখল করা রয়েছে সেগুলো দখলমুক্ত করা হবে ।"
তবে ওই জমিটি কার দখলে ছিল তা নিয়ে কোনও কথা বলতে চাননি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক । তিনি জানান, পরবর্তীতে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির কাউন্সিলর রঞ্জন শীল শর্মা ওই সরকারি জমি দখল করে ব্যবসা চালাচ্ছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলোর কাছে সরকারি খাস জমি দখল করে রাখার অভিযোগ ছিল শিলিগুড়ি পুরনিগমের ওই কাউন্সিলরের বিরুদ্ধে । গত শনিবার প্রশাসনের তরফে সমীক্ষা করে সরকারি জমিটি চিহ্নিত করণ করা হয় ৷ এরপরেই সেই দখল হয়ে যাওয়া জমি সরকার পুনরুদ্ধার করল ।
দখলমুক্ত করে জমিতে সরকারি বোর্ড লাগানো হচ্ছে (নিজস্ব ছবি) যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত তৃণমূল নেতা । রঞ্জন শীল শর্মাকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি । তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "সরকারি জমি যেই দখল করুক কাউকে ছাড়া হবে না । সে যেই হোক না কেন । এই এলাকা শিলিগুড়ি সংলগ্ন হওয়ায় আমাদের চোখের আড়ালে রয়েছে ৷ তাই আমাদের কিছুটা খামতি রয়ে গিয়েছে ৷ ওই এলাকায় ডাবগ্রাম ফুলবাড়িতে আমরা ভোটে পিছিয়ে আছি । প্রশাসনকে বলেছি, কেউ অন্যায় করলে কাউকে ছাড়া হবে না । দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না ।"
বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে জমিতে (নিজস্ব ছবি) দখল করা জমি দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি বীরেণ মণ্ডল জানান, জমিটি শিলিগুড়ির কাউন্সিলর রঞ্জন শীল শর্মার । তাঁকে দেখাশোনার দায়িত্ব রেখেছেন তিনি । পাঁচ বছর ধরে বীরেণ এখানেই থাকেন । তাঁর কাছ থেকেই সরকারি জমি দখলদারের নাম জানতে পারে ব্লক প্রশাসন ।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে প্রশাসন । ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার সরকারি জমি দখলের ও অন্যের জমি দখলের অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতা দেবশিস প্রামাণিককে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । সেইমতো কয়েকদিন আগে রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকায় দখল হয়ে যাওয়া বেশকিছু সরকারি জমি চিহ্নিত করে রাজগঞ্জ ব্লক প্রশাসন । রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় ও অন্যান্য আধিকারিকরা গিয়ে দখলিকৃত জমি উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দেয় ।