কৃষ্ণনগর, 22 মার্চ: 'রাজবাড়ি নিয়ে দুর্নীতি, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাত মিলিয়ে রাজবাড়ির জায়গা বেঁচে দেওয়া রানি মা'কে আমরা চাই না।' শুধু তাই নয়, টাকার বিনিময়ে কেন তাঁকে প্রার্থী করা হবে তার জবাব চেয়েও একাধিক পোস্ট সোশাল মিডিয়ায়।
লোকসভা ভোটের আগে এই পোস্টার নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হল নদীয়ার কৃষ্ণনগর। দিন কয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন কৃষ্ণনগরের রানি মা অমৃতা রায় ৷ তাঁকে মহুয়ার বিরুদ্ধে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির, সেই জল্পনাও উঠে এসেছে ৷ এরপরই সোশাল মিডিয়ায় দেখা যায়, কৃষ্ণনগর রাজবাড়ির রানি মা অমৃতা রায়ের নামে একাধিক পোস্ট ঘোরাঘুরি করছে। উল্লেখ্য, দিন কয়েক আগে কৃষ্ণনগর ঘূর্ণিতে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানেই কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে বিজেপিতে যোগদান করতে দেখা যায়। শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি দলীয় পতাকাও তুলে নেন তিনি।
বেশ কিছুদিন ধরে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা নিয়ে জোর জল্পনা চলছে। সেখানেই উঠে আসে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশের গৃহবধূ অমৃতা রায়ের নাম। যদিও এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি। তার আগেই এবার রানি মায়ের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট ঘিরে করে চাঞ্চল্য ছড়াল। যে পোস্টরে লেখা রয়েছে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে আঁতাত করে রাজবাড়ির জায়গা বেচে দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই রানি মা। শুধু তাই নয়, তিনি কী ধরনের মানুষ এলাকার মানুষ তা সঠিকভাবে জানেন বলেও কটাক্ষ করা হয়েছে। কেন তাঁকে শুধুমাত্র টাকার বিনিময়ে প্রার্থী করা হবে, বিজেপির কাছে সেই জবাবও চাওয়া হয়েছে। তবে প্রতিটি পোস্টারের নিচে লেখা রয়েছে পুরনো বিজেপি কর্মী।
এই বিষয়ে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি আহ্বায়ক সন্দীপ মজুমদার বলেন, "এগুলো তৃণমূলের কিছু অসভ্য কর্মীই ছড়িয়েছে। মূলত রাজবাড়ির নামে বদনাম করার জন্যই অসভ্যতামি করছে। যেহেতু রাজবাড়ি দখল করে টাকা আত্মসাৎ, জমি বিক্রি-সহ দুর্নীতি করতে পারবে না, তাই তাদের আঁতে ঘা লেগেছে। সেই কারণে রানি মা'কে বদনাম করার জন্য এরকম জঘন্য মন্তব্য করছে।"