মন্দিরবাজার, 28 ফেব্রুয়ারি: বুধের সকালে মন্দিরবাজারে শ্যুট-আউটের ঘটনায় গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী ৷ সূত্রের খবর, বিজেপি-তৃণমূল রাজনৈতিক সংঘর্ষের কারণেই এই ঘটনা ঘটেছে ৷ মঙ্গলবার রাতে রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার থানার অন্তর্গত খেলারামপুর ৷ এলাকায় রাতভর বোমাবাজি চলে, গুলি চালানো হয় ৷ সেই সংঘর্ষের ঘটনা চলে বুধবার সকাল পর্যন্ত ৷
তার জেরেই এদিন সকালে গুলিবিদ্ধ হন সাইরাজ মোল্লা (24) নামের এক যুবক ৷ জানা গিয়েছে, ওই যুবকের বুকে একাধিক জায়গায় গুলি লাগে ৷ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ আহত ওই যুবকের পরিবারের দাবি, গত পঞ্চায়েত নির্বাচন থেকে এলাকায় দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে ৷ এদিনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে বলে অভিযোগ ৷ গুলিবিদ্ধ যুবকের মা বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷ তৃণমূল আমাদের টিকিট দেয়নি ৷ তাই আমরা নির্দল হয়ে প্রার্থী হয়েছিলাম ৷ বিজেপি করি বলেই আমাদের উপর এই অত্যাচার করেছে তৃণমূল ৷"