পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজা কৃষ্ণচন্দ্রের বংশ নিয়ে অবমাননাকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee's on Krishnachandra Roy: ধুবুলিয়ায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের প্রচারে গিয়েছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গিয়ে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশ নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন তিনি ৷ এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি ৷ এর আগে রাজ্য়ের বিজ্ঞানমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রাজমাতা অমৃতা রায়ের কাছে গোপাল ভাঁড়ের রহস্য উদঘাটনের কথাও জানতে চেয়েছিলেন ৷ সেনিয়েও শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে ৷

Mamata Banerjee's on Krishnachandra Roy
Mamata Banerjee's on Krishnachandra Roy

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 4:09 PM IST

Updated : Apr 2, 2024, 4:31 PM IST

Mamata Banerjee's on Krishnachandra Roy

কৃষ্ণনগর, 2 এপ্রিল: রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশ নিয়ে অপমানজনক মন্তব্য! এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি। মঙ্গলবার নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা বললেন বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস।

উল্লেখ্য, নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রথম নির্বাচনী প্রচারে ধুবুলিয়া আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের বংশ নিয়ে বেশ কয়েকটি মন্তব্য করতে শোনা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, "সিরাজদৌল্লার বিরুদ্ধে লর্ড ক্লাইভের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। আর তাঁর নাম নিয়ে এখন প্রচার করছে বিজেপি। আমি যদি ইতিহাস খুলে দিই তাহলে রাজবংশকে মানুষ ঘৃণা করতে শুরু করবে।"

ধুবুলিয়ায় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বিজেপি প্রার্থী অমৃতা রায়কে নিশানা করে মমতা বলেন, "বলছে রাজমাতা। কবে থেকে মাতা রাজ হলেন? আমরা সবাই রাজা, কিন্তু রাজা কেউ নেই এদেশে। যাঁরা রাজা ভাবছেন নিজেদের, তাঁরা রাজপ্রাসাদে থাকুন। জনগণের, মানুষের ধর্ম পালন করুন। মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে ইতিহাসের পাতা ওলটাব। আর পাতা ওলটালে জায়গা পাবেন না। ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন মানুষ।"

মূলত তাঁর এই মন্তব্য অশালীন মনে করে নির্বাচন কমিশনের অভিযোগ জানাতে চলেছে বিজেপি। এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাব।" পাশাপাশি তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে কটাক্ষ করে তিনি বলেন, "টাকার বিনিময়ে তিনি দেশের গোপন তথ্য আদান-প্রদান করেছেন। তার এই দেশদ্রোহিতার কারণে সাংসদ পথ বাতিল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, জেলাতেও যে সমস্ত ছোট-বড় শিল্পগুলি ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এই তৃণমূল আমলে।"

আরও পড়ুন:

  1. 'সবাই বলছে জিতিয়ে দেব, মনে হচ্ছে জিতে গিয়েছি', কৃষ্ণনগরে ভোট প্রচারে অমৃতা রায়
  2. মহুয়ার সঙ্গে কোনও শত্রুতা নেই, অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা
  3. কৃষ্ণনগরের ধুবুলিয়ায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলেছিলেন তিনি
Last Updated : Apr 2, 2024, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details