অশোকনগর, 28 মে:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভায় আসা বিজেপির কর্মী-সমর্থকদের বাসে হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । ইট দিয়ে বাসের সামনের উইন্ডস্ক্রিন এবং হেডলাইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । যদিও, ঘটনার সময় বাসের ভিতরে কেউ না-থাকায় কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে । ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার অশোকনগর ।
বিজেপি সমর্থকদের বাসে হামলা-ভাঙচুর (ইটিভি ভারত) সূত্রের খবর, এদিন বারাসত থেকে বিজেপির কার্যকর্তারা বেশ কয়েকটি বাসে কর্মী-সমর্থকদের নিয়ে অশোকনগরে গিয়েছিলেন মোদির সভায় যোগ দিতে । প্রধানমন্ত্রীর সভা শেষ হতেই বিজেপির কর্মী-সমর্থকরা দেখেন, রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা অন্তত তিন-চারটি বাসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে । ভাঙচুরের সময় তৃণমূলের লোকজন 'জয় বাংলা' স্লোগান দেন বলেও দাবি গেরুয়া শিবিরের । এতেই ভোটের আবহে রাজনৈতিক উত্তাপ বেড়েছে অশোকনগর বিধানসভা এলাকায় ।
মঙ্গলবার বিকেলে অশোকনগরের হরিপুরে বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সেই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা ভিড় জমিয়েছিলেন । বারাসত থেকেও কয়েকটি বাস নিয়ে কর্মী-সমর্থকরা গিয়েছিলেন । সভা চলাকালীন বাসগুলি পার্কিং করা ছিল অশোকনগর-নৈহাটি রোডের ধারে । অভিযোগ, ফাঁকা বাসে হঠাৎই তৃণমূলের লোকজন এসে ভাঙচুর চালাতে শুরু করে । ভাঙচুরের পর 'জয় বাংলা' স্লোগান দিয়ে পালিয়ে যায় আততায়ীরা ।
প্রত্যক্ষদর্শী ও বিজেপি নেতা বিশ্বনাথ হরি বলেন, ‘‘বাইকে করে তৃণমূলের দু'জন আচমকা ইট দিয়ে বাস ভাঙচুর শুরু করে ৷ বাসের উইন্ডস্ক্রিন এবং হেডলাইট ভেঙে দেয় । ভাঙচুরের সময় জয় বাংলা স্লোগানও দেয় তারা । ঘটনার সময় দলের লোকজন মোদির সভায় থাকায় বড় কোনও ক্ষতি হয়নি । না হলে কী হতো, তা ভগবানই জানেন ।’’
ভাঙচুরের ঘটনায় অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘‘এই ধরনের নোংরা রাজনীতি আমরা সমর্থন করি না । পুলিশকে বলব সঠিক তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে । জয় বাংলা স্লোগান যে কেউ দিতে পারে । এতে আপত্তি কোথায় ? প্রধানমন্ত্রীর সভায় বাসে করে বাইরে থেকেও লোক আনা হয়েছে । বারাসত, অশোকনগর থেকে কতজন ছিল তা নিয়ে সন্দেহ রয়েছে ।