কলকাতা, 17 জুন:বাংলায় চার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা আগেই হয়ে গিয়েছে ৷ 10 জুলাই এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ ফলপ্রকাশ হবে আগামী 13 জুলাই ৷ সোমবার এই চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির ৷ তাতেই ফের চমক বিজেপির ৷
সংবাদসংস্থা এএনআই-এর তরফে জানা গিয়েছে, রায়গঞ্জ বিধানসভা থেকে মানস কুমার ঘোষকে প্রার্থী করেছে বিজেপি ৷ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে মনোজ কুমার বিশ্বাস, বাগদা বিধাসভা থেকে পদ্মপ্রার্থী বিনয় কুমার বিশ্বাস ৷ আর মানিকতলা বিধানসভা থেকে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে মনোনীত করেছে গেরুয়া শিবির ৷ লোকসভা নির্বাচনের পর রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ এদিন ভারতীয় জনতা পার্টি পঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম প্রকাশ করেছে ৷ এই আসনে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শীতল আঙ্গুরাল ৷ তবে, বঙ্গে এবারের বিধানসভা নির্বাচন কোন দিকে যায় তা নিয়ে ইতিমধ্যে শুরু রাজনৈতিক চর্চা।
2021 বিধানসভা নির্বাচনে মানিকতলা থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়েছিলেন কল্যাণ চৌবে ৷ কিন্তু তৃণমূল প্রার্থী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সাধন পাণ্ডের কাছে হেরে গিয়েছিলেন তিনি ৷ এবার লোকসভার টিকিট না-পেলেও মানিকতলা উপনির্বাচনে সেই কল্যাণেই আস্থা রাখল বিজেপি ৷ অন্যদিকে, ইতিমধ্যেই তৃণমূলের তরফে মানিকতলার প্রার্থীর নাম ঘোষণাও করা হয়েছে ৷ সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের উপর ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- প্রশ্ন- এদিকে প্রশ্ন উঠছে জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কি পারবেন রাজনীতির মাঠে দলের গোল খাওয়া আটকাতে ?
উত্তর- দল আমায় প্রার্থী করেছে। তার জন্য কৃতজ্ঞ। লড়াই সবসময়ই কঠিন। কোনও কিছুই সহজে হয় না ৷
- প্রশ্ন- প্রার্থী হবেন এমন আঁচ পেয়েছিলেন ?