কলকাতা, 26 নভেম্বর:বাংলাদেশে ইসকনের বহিষ্কৃত তথা সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস মহাপ্রভুর গ্রেফতারির প্রতিবাদ রাজ্য বিধানসভায় ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতত্বে বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি ৷ চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবি তোলে রাজ্যের প্রধান বিরোধী দল ৷ তবে, এই ইস্যুতে সাবধানী শোনাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে ৷ বাংলাদেশ সরকার বিষয়টিকে আবেগ দিয়ে দেখবে বলেই আশাবাদী তিনি ৷ তবে, বিজেপির বিক্ষোভের সমালোচনাই করলেন কুণাল ৷
এ দিন বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করেন বিজেপির বিধায়করা ৷ চিন্ময়কৃষ্ণ দাস মহাপ্রভুর পোস্টার হাতে মিছিল থেকে তাঁর মুক্তির দাবি তোলে বিজেপি ৷ বিধানসভার গেটে বিক্ষোভও দেখায় বিরোধী দল ৷ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবি তোলে বিজেপি ৷ পাশাপাশি, অবিলম্বে চিন্ময়কৃষ্ণ দাস মহাপ্রভুর মুক্তির দাবিও জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷