পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপির, সাবধানী তৃণমূল

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ ৷ বাংলাদেশ সরকার ইসকনের ভাবাবেগকে গুরুত্ব দেবে, আশাপ্রকাশ কুণাল ঘোষের ৷

CHINMOY KRISHNA DAS ARREST
চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপির, সাবধানী তৃণমূল ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 8:58 PM IST

কলকাতা, 26 নভেম্বর:বাংলাদেশে ইসকনের বহিষ্কৃত তথা সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস মহাপ্রভুর গ্রেফতারির প্রতিবাদ রাজ্য বিধানসভায় ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতত্বে বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি ৷ চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবি তোলে রাজ্যের প্রধান বিরোধী দল ৷ তবে, এই ইস্যুতে সাবধানী শোনাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে ৷ বাংলাদেশ সরকার বিষয়টিকে আবেগ দিয়ে দেখবে বলেই আশাবাদী তিনি ৷ তবে, বিজেপির বিক্ষোভের সমালোচনাই করলেন কুণাল ৷

এ দিন বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করেন বিজেপির বিধায়করা ৷ চিন্ময়কৃষ্ণ দাস মহাপ্রভুর পোস্টার হাতে মিছিল থেকে তাঁর মুক্তির দাবি তোলে বিজেপি ৷ বিধানসভার গেটে বিক্ষোভও দেখায় বিরোধী দল ৷ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবি তোলে বিজেপি ৷ পাশাপাশি, অবিলম্বে চিন্ময়কৃষ্ণ দাস মহাপ্রভুর মুক্তির দাবিও জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷

চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপির, সাবধানী তৃণমূল ৷ (ইটিভি ভারত)

অন্যদিকে, এই ইস্যুতে সাবধানী শোনাল কুণাল ঘোষকে ৷ তিনি বলেন, "যা ঘটেছে, তা কখনোই কাম্য নয় ৷ তবে, ইসকনের ভাবাবেগকে মাথায় রাখা দরকার ৷ আমাদের আবেদন থাকবে বাংলাদেশ সরকারের কাছে, তারা সেই ভাবাবেগকে গুরুত্ব দেবে ৷ আমরা চাই বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে ও নিরাপদে থাকুন ৷"

তবে, বিজেপির বিধানসভায় বিক্ষোভ-মিছিল নিয়ে কুণাল ঘোষকে আক্রমণাত্মক দেখালো ৷ তিনি বলেন, "বিজেপি কোনোদিনই রোটি-কাপড়া-মকানের রাজনীতি করেনি ৷ তারা আগাগোড়া ধর্মকে নিয়ে রাজনীতি করে গিয়েছে ৷ তাই বাংলাদেশের ইস্যু নিয়েও ধর্মীয় রাজনীতি শুরু করেছে ৷ আমরাও চাই বাংলাদেশের সকল সংখ্যালঘু শান্তিতে ও নিরাপদে থাকুক ৷ কিন্তু, তাই বলে ধর্মীয় ইস্যু তৈরি করে, ভেদাভেদের রাজনীতি করা তৃণমূলের স্বভাব নয় ৷"

ABOUT THE AUTHOR

...view details