নরেন্দ্রপুর, 5 ফেব্রুয়ারি: ইঞ্জিনিয়ার ছাত্রের দেহ উদ্ধারের ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ সোনারপুর উত্তর বিধানসভার দু'নম্বর মণ্ডলের সভাপতি সুপ্রতিম কর্মকার বলেন, "দিনের পর দিন এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বেড়ে যাচ্ছে । দুষ্কৃতীদের আঁতুড়ঘড় হয়ে উঠছে নরেন্দ্রপুর । একের পর এক ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে । এলাকায় আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে । এলাকার মানুষেরা আতঙ্কিত । এলাকার মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে আজ বিজেপির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করা হল । এলাকায় দুষ্কৃতী দমনে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে পুলিশ প্রশাসনকে । নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামব আমরা ৷"
বিগত কয়েকদিন ধরে নরেন্দ্রপুর থানা এলাকায় একের পর এক ঘটনা সামনে আসছে ৷ কোথাও শিক্ষাঙ্গণে বহিরাগতদের হামলা ৷ আবার কোথাওবা দুষ্কৃতী তাণ্ডব ৷ এই সমস্ত ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । ইঞ্জিনিয়ার ছাত্রের মৃত্যুতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আরও তীব্র হয় ৷ এই অভিযোগেই সোমবার নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা । যদিও নরেন্দ্রপুরের স্কুলের মধ্যে ঢুকে বহিরাগতদের তাণ্ডব ও শিক্ষিকাদের বেধড়ক মারধরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে ।