পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার বিজেপি সাংসদের

BJP MP Cleans Temple: রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে দুর্গাপুরে ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার করলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ সোমবার দেশের সব মন্দিরে পাঁচটি প্রদীপ জ্বালাতে অনুরোধ করেছেন তিনি ৷ শনিবার মন্দিরে পুজোও দেন এই বিজেপি সাংসদ ৷

ETV Bharat
ইটিভি ভারত

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 6:57 PM IST

ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার বিজেপি সাংসদের

দুর্গাপুর, 20 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে দেশের সমস্ত মন্দিরগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথা অনুযায়ী কাঁকসার সুপ্রাচীন মন্দিরকে পরিষ্কার করতে ঝাঁটা ধরলেন বর্ধমান- দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ মন্দির চত্বর পরিচ্ছন্ন করে শিবের মাথায় জল ঢাললেন তিনি ৷ এই কর্মসূচি থেকে সোমবার কমপক্ষে পাঁচটি প্রদীপ সব মন্দিরের জ্বালানোর জন্য অনুরোধ করেছেন এই বিজেপি সাংসদ ৷

শুক্রবার বৈদিক বিধি মেনে রামলালার মুখ উন্মোচন করা হয় অযোধ্যার রাম মন্দিরে ৷ সোমবার জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ৷ সেদিন শঙ্খ ও উলুধ্বনি আর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বাড়ি থেকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া । শনিবার সকালে ঝাঁটা হাতে কাঁকসার সুপ্রাচীন রাঢ়েশ্বর শিব মন্দির সাফাই করে বর্ধমান- দুর্গাপুরের বিজেপি সাংসদ বলেন, "পৃথিবীর বিভিন্ন প্রান্তের মন্দির সাফাইয়ের কর্মসূচি নেওয়া হয়েছে । আমিও এই মন্দির সাফাই করে পুজো দিলাম । দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি থাকবে অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন । সেদিন পুরুষোত্তম রামের পুজোতে অংশ নিয়ে সাক্ষী থাকবে সারা দেশের মানুষ । তৈরি হবে এক নতুন ইতিহাস ।"

সুরিন্দর সিং আলুওয়ালিয়া এ দিন রাম মন্দিরের কথা বলতে গিয়ে মুঘল সম্রাট বাবরের প্রসঙ্গ টেনে আনেন । তাঁর কথায়, "অযোধ্যাতে যেখানে রাম মন্দির হয়েছে সেই জায়গায় বাবর বলপূর্বক মসজিদের নির্মাণ করেছিলেন । প্রথম থেকে তার বিরোধ হচ্ছিল ৷ পরে সুপ্রিম কোর্টের রায়ে সেই জট কাটে এবং সেখানে মন্দির তৈরি হয়েছে ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে ভারত, ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশে পূজনীয় স্থলগুলি পরিষ্কারের সংকল্প নেওয়া হয়েছে ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন দেশের সমস্ত মন্দিরে প্রদীপ জ্বালানো হবে ৷ দুর্গাপুরেও বিভিন্ন মন্দিরে অন্ততপক্ষে পাঁচটি করে প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন সকলে ।"

কাঁকসা থেকে দুর্গাপুরের সগড়ভাঙ্গায় হনুমান মন্দিরে এসেও পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এই বিজেপি সাংসদ । দুটি মন্দিরে উপস্থিত সকলকে ভোগ বিতরণ করা হয় । রাম মন্দিরের উদ্বোধনের আগে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ।

আরও পড়ুন:

  1. মন্দিরের মেঝে মুছলেন মোদি, রাম ভজনে বাজালেন করতাল; ভাইরাল ভিডিয়ো
  2. 22 জানুয়ারি ঘরে ঘরে 'রাম জ্যোতি' জ্বালিয়ে দীপাবলি পালনের ডাক মোদির
  3. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়

ABOUT THE AUTHOR

...view details