ভূপতিনগর (পূর্ব মেদিনীপুর), 9 এপ্রিল: পুলিশি অভিযান ঘিরে আবার নতুন করে উত্তেজনা ভূপতিনগরে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানা এলাকার ঘটনা। এদিন এক আসামীর খোঁজে ভগবানপুরের বিজেপি বিধায়কের কার্যালয়ে অভিযানে যায় পুলিশ ৷ সেখানেই বিজেপি বিধায়কের সঙ্গে বচসা হয় ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপন পাঠকের ৷ তখনই ওসি-কে ভূপতিনগর থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷
অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ এক বিজেপি নেতার খোঁজ করতে আসে ৷ তা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনআইএ-এর উপর হামলার ঘটনায় 3 দিন ধরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর ৷ এই ঘটনায় ভূপতিনগর থানায় এফআইআরও হয়েছিল ৷ সেই ঘটনার আঁচ নিভতে না-নিভতেই আবারও উত্তপ্ত ভূপতিনগর ৷ থানার ওসি গোপাল পাঠককে থানা পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বিরুদ্ধে ৷ এদিন এক আসামীর খোঁজে ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে অভিযান চালান ওসি গোপাল পাঠক ৷ তা নিয়েই বিধায়াকের সঙ্গে ওসি-র কথা কাটাকাটি হয় ৷ অভিযোগ, তখনই বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ওসি-কে ভূপতিনগর থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেন ৷ তিনি বলেন, "নিরীহ বিজেপি কর্মীদের গ্রেফতার করলে থানা পুড়িয়ে দেব।"