কলকাতা, 22 নভেম্বর: তৃণমূল জমানায় রাজ্য বিধানসভায় প্রথমবারের জন্য জমা পড়ল প্রাইভেট মেম্বার বিল । বিজেপি বিধায়ক তথা বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ শৈশব রক্ষা নিয়ে এই প্রাইভেট বিল জমা করেছেন ৷ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, শৈশবের পরিবেশ রক্ষা, ড্রপ আউট, ইউনিফর্মিটি অফ স্কুল আওয়ার, এমনকি শিশুদের প্রত্যেকদিন যে ভার বহন করতে হয় সেই ভার লাঘব করা নিয়েও এই বিলে উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে ।
এই প্রাইভেট বিলের নাম দেওয়া হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ চাইল্ডহুড বিল, 2024 । এদিন বিজনেস অ্য়াডভাইজারি কমিটির বৈঠক শেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য বিধানসভায় তাঁর জমানায় প্রথম প্রাইভেট বিল জমা পড়েছে । তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন । কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে এই বিল বিধানসভায় উঠতে পারে । সেই প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এই বিলটি ।
বিধানসভায় জমা পড়ল প্রাইভেট মেম্বার বিল (নিজস্ব চিত্র) জানা গিয়েছে, এ ধরনের প্রাইভেট বিল পাশের ক্ষেত্রে প্রথমে সেটি আইন বিভাগের কাছে যায় । আইন বিভাগের মঞ্জুরি পেলে সেই বিল পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে । তাঁর অনুমোদন পেলে এই বিল যাবে রাজভবনে । রাজ্যপাল সেই বিলে অনুমোদন দিলে তা বিধানসভায় আলোচনার জন্য ফেরত আসবে এবং তারপরেই এই নিয়ে আলোচনা হবে ।
এদিন অধ্যক্ষ এই বিল সম্পর্কে বলতে গিয়ে বলেন, "শিশুদের নিয়ে শঙ্করবাবুর এই উদ্যোগ ভালো । তবে এখনও পর্যন্ত আজকের বিএ কমিটিতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার মধ্যে এই বিল নিয়ে আলোচনা কবে হবে বলা সম্ভব নয় । নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েই এই বিল বিধানসভায় আলোচনা হতে পারে ।"
বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য (নিজস্ব চিত্র) এদিন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক শেষে স্পিকার জানান, এখনও পর্যন্ত যা সূচি এসেছে, তাতে সোমবার শোকপ্রস্তাব পাঠের মাধ্যমে শীতকালীন অধিবেশন শুরু হবে । তারপর 26 এবং 27 তারিখ সংবিধান দিবস নিয়ে আলোচনা হবে । অধ্যক্ষ জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি প্রস্তাব নিয়ে আসছেন ৷ কলকাতা বিমানবন্দর থেকে অতীতে সহজে ব্রিটেন ও আমেরিকায় যাওয়ার যে আন্তর্জাতিক বিমানগুলি চালু ছিল, সেগুলি আবার পুনরায় যাতে চালু করা হয় তা নিয়েই প্রস্তাব আনছেন তিনি । এটা বাস্তবায়িত হলে আগামী দিনে আবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর তার গরিমা ফেরত পাবে ।
একইসঙ্গে অধ্যক্ষ জানিয়েছেন, এই শীতকালীন অধিবেশনে ওয়াকফ নিয়েও একটি প্রস্তাব আসতে চলেছে । তবে কবে এই প্রস্তাব আসবে তা নিয়ে এখনই নির্দিষ্ট করে তিনি কিছু বলতে পারেননি তিনি । আগামী 27 তারিখ আরও একবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে ৷ সেখানেই এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।
এদিন তাঁর প্রস্তাবিত বিল নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, "আমরা অতীতে কলকাতা থেকে বিভিন্ন আন্তর্জাতিক বিমান ছাড়তে দেখেছি । কিন্তু এখন দেখছি, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে অনেক বিমানই বন্ধ হয়ে গিয়েছে । তাই রাজ্য বিধানসভায় এই নিয়ে একটি প্রস্তাব পাশ করে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাব । সেজন্যই এই প্রস্তাব আনা হচ্ছে ।"