বারাসত, 5 মার্চ: লোকসভা ভোটে দলের তরফে প্রার্থী করা হতে পারে তাঁকে ৷ সেই সম্ভাবনা থেকে পুরনো একটি মামলায় জামিন নিতে মঙ্গলবার তড়িঘড়ি বারাসত জেলা আদালতে এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । সেই মামলায় জামিন মঞ্জুর হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়কের । তিনি ছাড়াও পুরনো সেই মামলায় জামিন পেয়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র-সহ দলের আরও চার বরিষ্ঠ নেতা । প্রত্যেকেরই এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন বিচারক ।
বিজেপি সূত্রে খবর, যে মামলায় এ দিন জামিন নিতে বারাসত আদালতে আসেন অগ্নিমিত্রা পল সেটি 2022 সালের পুরনো একটি মামলা । সেবছর 23 অগস্ট আইনশৃঙ্খলার অবনতি-সহ একগুচ্ছ ইস্যু নিয়ে বারাসতে বিজেপির ডিএম অফিস অভিযান হয়েছিল বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে । সেই আন্দোলন ঘিরে ধুন্ধুমার বাঁধে ডিএম অফিস চত্বরে । পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে । তার প্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করে বলে জানা যায় পরবর্তী সময়ে ।
সূত্রের খবর, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপির তৎকালীন বারাসত জেলার সভাপতি তাপস মিত্র-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এবং আইপিসির একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল বারাসত থানায় । দীর্ঘ প্রায় দু'বছরের পুরনো সেই মামলায় এতদিন জামিন নিতে না আসলেও মঙ্গলবার হঠাৎই বারাসত কোর্টে অগ্নিমিত্রা পলের জামিন নিতে আসায় কৌতূহল বেড়েছে সকলের । বিশেষ করে ভোটের আগে এ নিয়ে গুঞ্জনও শুরু হয়েছে রাজনীতির অন্দরে । তাহলে কি লোকসভা ভোটে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আসানসোল দক্ষিণের এই বিজেপি বিধায়ক? সেই কারণেই কি আগেভাগে পুরনো মামলায় জামিন নিয়ে রাখলেন?যাতে প্রার্থী হলে কোনও আইনি সমস্যায় মুখে পড়তে না হয়? নাকি জামিন নিতে হবে বলেই জামিন নিলেন এই বিজেপি নেত্রী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।