কলকাতা, 11 ফেব্রুয়ারি:রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরলে বেঙ্গল ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন। তাঁর সফর সংক্ষিপ্ত করে সোমবার সন্দেশখালিতে যাবেন বলে জানা গিয়েছে। এই ঘটনার বিষয়ে সরকারের কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন। ভারত সরকারের চিফ ভিজিল্যান্স কমিশনারের সঙ্গেও রাজ্যপালের কথা হয়েছে ।
কেরল সফরে কাটছাঁট, সোমবার সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল
Governor CV Ananda Bose: সন্দেশখালিতে শান্তি ফেরানোর দাবিতে গতকাল শনিবার রাজভবন অভিযান করেছিলেন শুভেন্দু অধিকারীরা । হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল রবিবার সন্দেশখালিতে না গেলে রাজভবনের সিঁড়িতেই ধরনায় বসবেন । এমতাবস্থায় সোমবার সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল।
Published : Feb 11, 2024, 11:00 PM IST
এদিকে সন্দেশখালিতে শান্তি ফেরানোর দাবিতে শনিবার রাজভবন অভিযান করেছিলেন শুভেন্দু অধিকারীরা । হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল রবিবার সন্দেশখালিতে না গেলে রাজভবনের সিঁড়িতেই ধরনায় বসবেন। রবিবার রাজভবন সূত্রের দাবি, সোমবার সকালে কেরল থেকে রাজ্যপাল কলকাতা ফিরেই সন্দেশখালি যাবেন। এরপর 12 ও 13 ফেব্রুয়ারি জয়পুর এবং দিল্লিতে তাঁর কর্মসূচি রয়েছে । আর তা সম্পন্ন করে 13 তারিখ রাতে কলকাতায় ফিরতে পারেন রাজ্যপাল।
এদিকে শুভেন্দুর এই হুঁশিয়ারির ঘণ্টাদু'য়েকের মধ্যে রাজভবনের তরফে নবান্নের কাছে সন্দেশখালি ইস্যুতে রিপোর্ট চাওয়া হয় । কেরল থেকেই রাত নটা নাগাদ শনিবার এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন,"বাংলার মানুষ শান্তিপ্রিয় । যে কোনও মূল্যে বাংলায় শান্তি ফেরাতে হবে । সকলকে ঐক্যবদ্ধ হতে হবে । ননসেন্স গেম চলছে ৷ তা বন্ধ করতে গুন্ডারাজের কফিনে পেরেক পুঁততে হবে । রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে । যখন বিধানসভায় অধিবেশন চলছে, তখন এরকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে । সেখানে পুলিশ প্রশাসন সবকিছুই আছে তারপরেও দুষ্কৃতীরা আইন হাতে নিয়ে নিচ্ছে । রাজ্য সরকারকে অবশ্যই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট পেশ করতে হবে । সকলকে ঐক্যবদ্ধভাবে এই গুন্ডারাজ দমন করতে এগিয়ে আসতে হবে ।"
আরও পড়ুন :