পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ম্যানগ্রোভ কেটে বাড়ি নির্মাণ ! তৃণমূলের অভিযোগে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি - BJP Leader Arrest

BJP Leader Arrested: ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির অভিযোগ ৷ তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে কুলতলিতে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি ৷ গেরুয়া শিবিরের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজ করিয়েছে তৃণমূল ৷

BJP Leader Arrest
গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 4:39 PM IST

কুলতলি, 1 সেপ্টেম্বর: নদীর চর অবৈধভাবে দখল করে ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির অভিযোগ ৷ কুলতলিতে বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির মণ্ডল সভাপতি তাপস বাগানি অবৈধভাবে নদীর চরে ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরি করছিলেন ৷ সেই অভিযোগ পাওয়ার পর শনিবার তাঁকে গ্রেফতার করা হয় ৷

শনিবার কুলতলি থানায় বন দফতর ও গ্রাম জ্বালাবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন সরদার একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তাপস বাগানিকে গ্রেফতার করেছে ৷ বিজেপি নেতার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, ম্যানগ্রোভ কাটা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ৷ ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে কুলতলি থানার পুলিশ ।

অন্যদিকে, বিজেপি নেতার গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ বিজেপির অভিযোগ, নিজের বাড়ি লাগোয়া একটি ঘর বানাচ্ছিলেন তাপস ৷ রাজনৈতিক প্রতিহিংসা থেকে তৃণমূল অভিযোগ দায়ের করেছে ৷ পুলিশ তৃণমূল নেতার কথায় তাঁকে গ্রেফতার করেছে । তৃণমূলের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে, নদীর চরের জমি দখল করে গাছপালা নষ্ট করে বাড়ি তৈরি করছিলেন ওই নেতা ৷ সে কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ।

তৃণমূলের ব্লক সভাপতি পিন্টু প্রধান বলেন, ‘‘বিজেপি নেতারা যে বড় চোর সেটা আবারও প্রমাণ হয়ে গেল । ম্যানগ্রোভ ধ্বংস করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অবৈধভাবে নির্মাণ করে নদীর চর দখল করছেন । তৃণমূল এইরকম অনৈতিক এবং অবৈধ কাজকে সমর্থন করে না ।’’ জানা গিয়েছে, জালাবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন হালদার সম্পূর্ণ তথ্যপ্রমাণ নিয়ে কুলতলি থানা ও বন দফতরের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তাপস বাগানিকে গ্রেফতার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details