কলকাতা, 5 নভেম্বর:কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বিধানসভার প্রবেশ করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়লেন বিজেপির দুই বিধায়ক শংকর ঘোষ এবং অশোক দিন্দা । এই মুহূর্তে শংকর ঘোষ বিজেপির মুখ্য সচেতকের দায়িত্বও পালন করছেন । প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ময়নাগুড়ির বিধায়ক অশোক দিন্দা গাড়ি চালিয়ে মঙ্গলবার বিধানসভায় আসেন ৷ তাঁর বাঁদিকে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ৷
তাঁদের এই গাড়ির পিছনেই ছিল কেন্দ্রীয় নিরাপত্তাকর্মীরা । যারা মূলত বিধায়কের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন । ইডেন গার্ডেনের সামনে প্রবেশের যে প্রধান গেট, সেখানে বিধায়কদের দেখে প্রবেশের অনুমতি দেওয়া হয় । নিরাপত্তারক্ষীরা এই বিষয়ে অবগত ছিলেন না যে গাড়ির ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । গাড়িটি পোর্টিকোর সামনে এসে দাঁড়াতেই কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের উপস্থিতির বিষয়টি বিধানসভার নিরাপত্তারক্ষীদের নজরে আসে । তারা তখন এই বিষয়টি নিয়ে দুই বিধায়কের কাছে জানান, পূর্ব নির্দেশিকা অনুসারে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বিধানসভার ভিতরে প্রবেশের অনুমতি নেই । বিধায়কদের এক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের বিধানসভার গেটের বাইরে রেখেই আসতে হয় ।
এই সময়ই বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন দুই বিধায়ক । তারা প্রশ্ন তোলেন কেন তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধানসভায় প্রবেশ করতে পারবেন না ? নিরাপত্তারক্ষীরা জানান, এই বিষয়ে অধ্যক্ষের নির্দেশ রয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনওভাবেই বিধানসভায় প্রবেশ করতে পারবেন না ।
যখন এই ঘটনা চলছে চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে চলে আসেন মার্শাল । তারা এই অবস্থায় ওই নির্দিষ্ট নির্দেশ দেখানোর দাবি জানান । এরপর বিধানসভার সচিবালয় থেকে 2021 সালের 7 নভেম্বরের একটি বিশেষ নির্দেশিকা আনানো হয় । তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । দুই বিধায়ক তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাইরে রেখেই বিধানসভা ভবনের ভিতরে প্রবেশ করেন ।
এই ঘটনা নিয়ে শাসকদলের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে গোটা বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন তারা । তাদের বক্তব্য, সবটাই সংবাদমাধ্যমের নজরে আসার জন্য করা হয়েছে । বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলের মুখ্য সচেতক শংকর ঘোষের প্রতিক্রিয়া নেওয়ার জন্য বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা করা যায়নি ।