পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গড়িয়াহাটে পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের খণ্ডযুদ্ধ, আটক লকেট-রূপা-অগ্নিমিত্রা - BJP BANGLA BANDH

BJP BANGLA BANDH: গড়িয়াহাটে পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধল ৷ আটক করা হল লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালকে ৷ তাঁদের দেখে ওঠে গো-ব্যাক স্লোগান ৷

ETV BHARAT
গড়িয়াহাটে পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের খণ্ডযুদ্ধ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 1:26 PM IST

Updated : Aug 28, 2024, 4:17 PM IST

কলকাতা, 28 অগস্ট: বনধের সমর্থনে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়াল গড়িয়াহাট মোড়ে ৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধল বনধ সমর্থকদের ৷ প্রথমে লকেট চট্টোপাধ্যায়, তারপর রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালের মতো নেত্রীদের আটক করল পুলিশ ৷ তাঁদের দেখে উঠল গো-ব্যাক স্লোগান ৷

গড়িয়াহাটে পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের খণ্ডযুদ্ধ (নিজস্ব ভিডিয়ো)

গতকাল নবান্ন অভিযানে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি ৷ বিক্ষোভকারীরা একের পর এক ব্যারিকেড ভাঙলে পালটা লাঠিচার্জ করে পুলিশ ৷ ছোড়া হয় কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস ৷ পুলিশি আক্রমণের অভিযোগ এনে আজ 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি ৷ সকাল থেকেই বনধের সমর্থনে শহরের রাস্তায় নেমেছেন বিজেপির কর্মী সমর্থকরা ৷

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ে এদিন বনধ সমর্থকদের নিয়ে মিছিল করতে আসেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায় ৷ তাঁকে পুলিশ আটক করে ৷ এরপর বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এসে বলেন, তিনি জোর করে ভাঙচুর করে বনধ পালনে বিশ্বাসী নন । যাঁরা মনে করবেন তাঁরাই রাস্তায় নামবেন বনধের সমর্থনে ৷ তিনি হাত জোড় করে সাধারণ মানুষের উদ্দেশে এই আবেদন করেন ৷ তবে রূপাকে দেখে গো-ব্যাক স্লোগান দেন বেশ কয়েকজন বনধ-বিরোধী ৷ বিজেপির অভিযোগ, এঁরা তৃণমূলের কর্মী সমর্থক। এরপরেই পুলিশ রূপা গঙ্গোপাধ্যায়কে আটক করে নিয়ে যায় ৷

রূপা গঙ্গোপাধ্যায় আটক হওয়ার কিছুক্ষণ পরেই গড়িরহাট মোড়ে আসেন বিজেপির দক্ষিণ কলকাতা সভাপতি অনুপম ভট্টাচার্য, বিজেপি বিধায়ক অগ্রিমিত্রা পাল-সহ আরও বেশ কয়েকজন নেতা ৷ তাঁরা বনধ পালনের জন্য সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিতে থাকেন । এরপরেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে এবং পুলিশ অগ্রিমিত্রা পাল-সহ বাকি বিজেপির কর্মী সমর্থকদের আটক করে নিয়ে যায় । তবে বিজেপি সমর্থকদের আটক করে যে মিনিবাসে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে উপস্থিত থাকা কয়েকজন মিনিবাসের জানলার কাচ পাথর ছুড়ে ভেঙে দেন ।

Last Updated : Aug 28, 2024, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details