পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রথম দফা ভোটের দিনই দলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে 'বড়' নেতা - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

BJP Leaders Joins TMC: প্রথম দফা ভোটের দিনই বড় ধাক্কা খেল বিজেপি । পশ্চিম মেদিনীপুরে পদ্ম শিবির ছেড়ে বিজেপিতে যোগ তৃণমূল নেতার।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 10:50 PM IST

দাঁতন 19 এপ্রিল : প্রথম দফার ভোটের দিনই পদ্মে শিবিরে ভাঙন ধরল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শক্তি নায়েক। তিনি জেলা কমিটির সদস্য। পাশাপাশি দু'বার বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিটও দিয়েছিল পদ্ম শিবির। বিজেপির দাবি, শক্তি নায়েকের দল ছাড়ায় কোনও প্রভাব পড়বে না। তার ফলে এই দল পরিবর্তনে তাদের কিছু যায় আসে না। বছরখানেক তিনি দলের কোনও কাজ করেননি। দলীয় কর্মীদের বিপদে পাশে দাঁড়াননি।

ঘটনা প্রসঙ্গে বলা যায় শক্তি নায়েক বিজেপি থেকে গত 2021 সালে দাঁতন বিধানসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি লড়াই করেছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী বিক্রমচন্দ্র প্রধানের বিরুদ্ধে। কিন্তু সেই বিধানসভার নির্বাচনে ব্যাপকভাবে ভরাডুবি ঘটে বিজেপির। জেলার 15 টি বিধানসভার মধ্যে দুটি বিধানসভাতে জয়ী হয় বিজেপি। বাকি 13 টি বিধানসভায় বিজেপি হেরে যায়। যার মধ্যে ছিল জেলার সীমান্ত লগোয়া এই দাঁতন বিধানসভা কেন্দ্রও।

মাত্র 623 ভোটে পরাজিত হন এই বিজেপি প্রার্থী। এরপর 2024 এর লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি রাজি হয়নি। সেই জায়গায় আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পলকে প্রার্থী করা হয়েছে । এই ঘটনার কিছুদিন পরই তিনি দল ছাড়েন। তার পরেই তিনি যোগ দিলেন তৃণমূলে।

জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, "এই শক্তি নায়েককে দল পরপর তিন বছর সুযোগ দিয়েছিল। উনি ভালো পদেও ছিলেন। কিন্তু 2021 সালের পর থেকে উনি রাজনীতি এবং দলের সঙ্গে যুক্ত ছিলেন না। নিজের ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলেন। প্রায় একবছর দলের কর্মীদের ও ছেলেদের পাশে দাঁড়াননি। তাই ওঁর দলে থাকা না থাকায় কিছু যায় আসে না।" তৃণমূলের জেলা সভাপতির সুজয় হাজরা বলেন, "নব্য বিজেপি ও পুরানো বিজেপির মধ্যে দ্বন্দ্ব লেগেছে। তৃণমূলে ওঁকে স্বাগত জানাই।"

আরও পড়ুন:

  1. বিস্ফোরণে বস্তার লোকসভা কেন্দ্রে প্রাণ গেল সিআরপিএফ জওয়ানের
  2. রামনবমীতে 'সাম্প্রদায়িক হিংসা', শক্তিপুর ও বেলডাঙার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

ABOUT THE AUTHOR

...view details