পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার ভবিষ্যৎ অন্ধকার ! বাংলাদেশের অবস্থা থেকে শিক্ষা নিতে হবে, বলছেন মিঠুন - MITHUN CHAKRABORTY

‘‘বাংলাদেশকে দেখে শিক্ষা নিতে হবে ৷ সবাই মিলে একত্রিত হয়ে না-লড়লে ভবিষ্যৎ অন্ধকার ৷’’ পড়শি দেশের বর্তমান অবস্থা দেখে সতর্ক হতে বলছেন মিঠুন চক্রবর্তী ৷

BJP Leader Mithun Chakraborty
বাংলাদেশের অবস্থা নিয়ে মন্তব্য মিঠুনের (এপি, ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2024, 7:33 PM IST

পাণ্ডুয়া, 21 ডিসেম্বর: বাংলাদেশে এরকম হবে ভাবেনি । ইমোশনাল সম্পর্ক ছিল । একটা কথাই বলব, ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না । বাংলাদেশকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে, স্পেশালি বাংলাকে ৷ যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না-লড়ি, তাহলে সুনিশ্চিত আমাদের ভবিষ্যৎ অন্ধকার । শনিবার পাণ্ডুয়ায় এক কর্মশালায় প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে একথাগুলিই বলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷

পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনাও শোনা গেল অভিনেতা তথা বিজেপি নেতার মুখে ৷ তিনি জানান, সমস্ত দিক থেকেই পশ্চিমবাংলা নীচের দিকে চলে গিয়েছে । ভুয়ো পরিচয়পত্র ও সন্ত্রাসবাদী ধরা পড়ছে ৷ শনিবার এভাবেই ভাষাতেই রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপি নেতা ৷

বাংলাদেশের অবস্থা থেকে শিক্ষা নিতে হবে : মিঠুন (ইটিভি ভারত)

হুগলির পাণ্ডুয়া সক্রিয় সদস্যতা অভিযান কর্মশালায় এদিন সাংবাদিকদের মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে । পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় সেটা আছে । কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনওদিন ভাবিনি । ইমোশনাল কন্টাক্টটা ভেঙে যাওয়াতে খুব কষ্ট পেয়েছি । তারপর যেসব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি । যে যা পারছে বলছে। আমি একটা কথাই বলব, ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না । ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া । বাংলাদেশকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে ৷ সবাই মিলে একত্রিত হয়ে না-লড়লে ভবিষ্যৎ অন্ধকার ৷’’

ভুয়ো পরিচয় পত্র পাওয়া, একের পর এক জঙ্গি ধরা পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ৷ সেই বিষয়েও রাজ্য সরকারকে দায়ী করেছেন মিঠুন ৷ মহাগুরু এদিন বলেন, ‘‘এগুলো অনেক আগে থেকেই শুরু হয়েছে । শুধু আমাদের খারাপ লাগে, যখন দেখি পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই নীচের দিকে নামছে । এগুলোর জন্য প্রশাসন দায়ী । জঙ্গি ধরা পড়েছে, এটাই ভালো খবর ।’’

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details