ব্যারাকপুর, 20 মে: সোমবার পঞ্চম দফা লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনায় উত্তপ্ত ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওর্য়াডের বিভিন্ন এলাকা ৷ ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ তৃণমূলের হামলা থেকে প্রাণে বেঁচেছেন বলে জানান বিজেপি নেতা ৷
এদিন তিনি বলেন, "ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে অশান্তির খবর পেয়ে আমরা দৌড়ে আসি ৷ সেখানকার কাউন্সিলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র নিয়ে জমায়েত করা হয় ৷ আমার নিরাপত্তারক্ষীরও আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে ৷ গাড়ির উপর হামলা হয়েছে ৷ আর কিছুক্ষণ এলাকায় থাকলে প্রাণঘাতি হামলা হত আমার উপর ৷ সাংসদকে জানিয়েছি ৷ ওখানে যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে সুষ্ঠভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা সম্ভব নয় ৷"
অন্যদিকে, তৃণমূলের পৌরপিতা শেখ রাজা হামলার বিষয়টি অস্বীকার করে পালটা অভিযোগের আঙুল তোলেন বিজেপির দিকেই ৷ তিনি বলেন, "এখানকার ভোটের সঙ্গে কৌস্তভ বাগচীর কোনও সম্পর্ক নেই ৷ আমার এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ বিজেপি নেতা বাইরে থেকে গুন্ডা এনে এখানে ভোটারদের ধমকাচ্ছেন-চমকাচ্ছেন ৷ বিজেপিতে জোর করে ভোট করাচ্ছে ৷"
অশান্তি খবর পেয়ে এলাকায় আসেন ভাটপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং ৷ তিনি জানান, এরা হেরে যাওয়ার ভয়ে অশান্তি করছে ৷ মানুষকে ভয় দেখাচ্ছে ৷ ভোটারদের ভয় দেখাচ্ছে ৷ যে ভোটারদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মানুষ তাঁদের সঙ্গে রয়েছে, সেই ভোটারদের ভয় দেখানোর কারণ কী? আমরা কমিশনে অভিযোগ জানিয়েছি ৷