বরানগর, 1 জুন: রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচনে দফায়-দফায় উত্তপ্ত হয়ে উঠল একাধিক জায়গা ৷ শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে দমদম লোকসভা কেন্দ্রের বরানগর ৷ এদিন সকালে ভোট পরিদর্শনে গিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য৷ এবার সেই এলাকাতেই ভোট পরিদর্শনে গিয়ে রাজ্যের শাসক দলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা কৌস্তভ বাগচী ৷
কৌস্তভ বাগচীকে 'গো ব্যাক' স্লোগান (ইটিভি ভারত) শনিবার বরানগর বিদ্যামন্দির ভোটকেন্দ্রের 36 ও 40 নম্বর বুথ পরিদর্শনে আসেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী ৷ সেখানে ঢোকা মাত্রই তাঁকে দেখে তৃণমূল কর্মীরা 'গো-ব্যাক' স্লোগান দিতে শুরু করেন ৷ এমনকী তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয় বলেও অভিযোগ ৷ তাঁকে বুথের ভেতরে ঢুকতেও বাধা দেওয়া হয় ৷
এদিকে এই ঘটনায় যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন কৌস্তভ ৷ বুথে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি ৷ এমনকী বরানগর পৌরসভার পৌর প্রতিনিধি রামকৃষ্ণ পালের সঙ্গেও বচসাতে জড়িয়ে পড়েন কৌস্তভ ৷ তাঁর সঙ্গে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গেও তৃণমূল কর্মী-সমর্থকদের হাতাহাতি বলেও সূত্রের খবর ৷ ঘটনা প্রসঙ্গে কৌস্তভের বক্তব্য, তাঁর কাছে নির্দিষ্ট পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ৷
এরপর পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কর্মী-সমর্থকদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকরা ৷ নির্বাচন চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ৷ উল্লেখ্য, লোকসভা ভোটের সঙ্গেই বরানগর বিধানসভায় উপনির্বাচনও চলছে শনিবার৷
এদিন সকালে বেলগাছিয়ার 248 নম্বর বুথে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ ভোট দিয়ে বের হওয়ার সময় তাঁকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দেয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ৷