বীরভূমের খয়রাশোলে বিজেপি নেতাকে মারধরে অভিযুক্ত তৃণমূল খয়রাশোল (বীরভূম), 30 এপ্রিল: যোগী আদিত্যনাথের সভার কিছুক্ষণ আগে বীরভূমের খয়রাশোলে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ এই মর্মে ইতিমধ্যেই কাঁকরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত বুথ সভাপতি নিমাই ধীবর ৷ খবর পেয়ে থানায় যান বিজেপির দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা ।
এই বিষয়ে অনুপবাবু বলেন, "অন্যায়ভাবে আমাদের নেতাকে মারধর করেছে ৷ আমরা অভিযোগ করেছি ৷ যাতে যোগীর সভায় লোকজন নিয়ে উনি যা যেতে পারেন তাই আটকানোর চেষ্টা ।" অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের সিউড়িতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা । তৃণমূল-কংগ্রেসের গড় বীরভূম লোকসভা কেন্দ্র দখলে নিয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি ৷ যোগীর সভার আগে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বীরভূমের খয়রাশোলের বুথ সভাপতি নিমাই ধীবরকে মারধর করা হয় ৷
পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর । দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷ খবর পেয়ে দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা তাঁকে দেখতে যান ৷ পরে স্থানীয় তৃণমূল নেতা শেখ মনা, শেখ চম্পা-সহ বেশ কয়েকজনের নামে কাঁকরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিমাইবাবু ৷
অভিযোগে তিনি লেখেন, তাঁকে গুলি করে মারার হুমকিও দেওয়া হয়েছে । প্রসঙ্গত, গত 27 এপ্রিল খয়রাশোলে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিজেপির অভিযোগ, তারপরেই বিজেপি কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে । যদিও, অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বলেন, "মিথ্যা অভিযোগ ৷ প্রচারের আলোয় আসার জন্য এসব করছে । আমরা সংগঠন করি, মারামারি নয় ।"
আরও পড়ুন :
- রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ বসিরহাটে ! পালিয়ে বাঁচলেন পদ্মপ্রার্থী
- 'আপনি চাকরি খেয়ে নিচ্ছেন', এজলাসের বাইরে বিকাশকে ঘিরে বিক্ষোভ