পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটদানের ছবি দেখালেই মিলবে টাকা ! তৃণমূলের বিরুদ্ধে কমিশনে বিজেপি - BY POLL 2024

উপনির্বাচনের আগের দিনে শাসকদলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ৷ কমিশনে অভিযোগ দায়ের বিজেপির ৷

BJP ON TMC
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 10:48 PM IST

তালডাংরা, 12 নভেম্বর: উপনির্বাচনের আগের দিন তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ৷ নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার ৷ তাঁর দাবি, নির্বাচনের আগের দিন শর্তসাপেক্ষে ভোটারদের 'ফিস্ট' করার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল । শর্ত হল ভোটদানের ছবি মোবাইলে তুলে এনে তা নেতাদের দেখাতে হবে । যদিও সুভাষ সরকারের এমন অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপিকেই দুষেছে শাসকদল ।

বুধবার বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । ভোট শুরুর একদিন আগে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বিজেপির দাবি, তৃণমূল নির্বাচনী বিধি ভেঙে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে ৷ সুভাষ সরকারের দাবি, টেলিফোনে অভিযোগ জানানো হয়েছে নির্বাচনী পর্যবেক্ষককে । তার ভিত্তিতে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছেন পর্যবেক্ষক । বিষয়টি নিয়ে তদন্ত করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।

তৃণমূলের বিরুদ্ধে ভোটার প্রভাবিত করার অভিযোগ বিজেপির (ইটিভি ভারত)

প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, ভোটদানের ভিডিয়ো বা ছবি তোলা আইনত দণ্ডনীয় । ভোটাররা যাতে এই প্রলোভনে পা না দেন তার জন্য এলাকায় মাইকিং করে প্রচারের আবেদন জানানো হয়েছে কমিশনকে । এদিকে, বিজেপি এই অভিযোগ সামনে আনতেই অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরকে একহাত নিয়েছে তৃণমূল ৷ এই বিষয়ে তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু কটাক্ষ করে বলেন,"ওই সংস্কৃতি বিজেপিরই । তৃণমূল মানুষকে নিয়ে 365 দিন উন্নয়নের কাজ করে থাকে । তাই তৃণমূলকে ফিস্ট দেওয়ার প্রয়োজন হয় না ।"

এদিকে উপনির্বাচনের জন্য প্রস্তুত তালডাংরা বিধানসভা কেন্দ্র ৷ মঙ্গলবার সিমলাপাল মদনমোহন হাই স্কুল থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা । মোট 264টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৷ মোতায়েন রয়েছে 1268টি ভোটকর্মী ৷ 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে ৷ প্রত্যেক বুথেই আধা সামরিক বাহিনী মোতায়েন ও 100 শতাংশ ওয়েব কাস্টিং করা হবে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে ।

ABOUT THE AUTHOR

...view details