পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'দাঙ্গা করাতে পারেন মুখ্যমন্ত্রী', রামনবমীতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি - Ram Navami 2024 - RAM NAVAMI 2024

Bjp on Ram Navami: পুরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম নবমীতে রাজ্যে বিজেপি অশান্তি লাগাতে পারে বলে অভিযোগ করেছিলেন ৷ তারই পালটা দিয়ে শাসক দল অশান্তি করতে পারে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি ৷

Etv Bharat
নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 7:59 PM IST

রামনবমীতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি

শিলিগুড়ি, 15 এপ্রিল: অশান্তি এড়াতে এবার রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে সরব হলেন বিজেপি বিধায়করা । সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তাঁরা । এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির চার বিধায়ক । শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়, ফাঁসিদেওয়া ব্লকের বিধায়ক দুর্গা মুর্মু, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।

শঙ্কর ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য খুবই অগণতান্ত্রিক । আসলে তাঁর সময়কালে রাজ্যে একের পর এক অরাজকতা সৃষ্টি হয়েছে । এবার তিনিই রামনবমীতে দাঙ্গা লাগাবেন বলে আমাদের আশঙ্কা । আর দাঙ্গা লাগলে তিনি নিজের ব্যর্থতা ঢাকতে পারবেন । সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, এখন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে । রামনবমীর দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করুক ।"

পালটা বিধায়কদের একহাত নিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । তিনি বলেন, "তাঁরা চাইলে ভারতীয় সেনা ডাকতে পারেন । এর আগে অনেকবার রামনবমী হয়েছে । কোনওদিন তো কিছুই হয়নি । আর যতদিন রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন আর শিলিগুড়িতে গৌতম দেব থাকবে কোনও অশান্তি হবে না।"

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কোচবিহারে প্রচারে গিয়ে নাম না করে বিজেপির বিরুদ্ধে অশান্তি লাগানোর অভিযোগ তোলেন ৷ বলেন, রামনবমীতে দাঙ্গা করার চেষ্টা করবে বিজেপি । আর দাঙ্গা হলেই রাজ্যে এনআইএ ঢুকিয়ে ভোট করাবে । মিটিং করুন, মিছিল করুন সমস্যা নেই ৷ দাঙ্গা করবেন না ৷ দাঙ্গা করবে ওরা ৷ 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে ৷ আর মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পরই সাংবাদিক বৈঠক করে পালটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপি বিধায়করা।

ABOUT THE AUTHOR

...view details