পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটে হিংসায় বারবার কেন বাংলার নাম ? মমতার কাছে প্রশ্ন বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের - BJP fact finding team - BJP FACT FINDING TEAM

BJP Fact Finding Team in Kolkata: কলকাতায় এসে পৌঁছল বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা ৷ রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি দেখতেই কলকাতায় এল বিজেপির এই প্রতিনিধি দল ৷

BJP fact finding team arrives in Kolkata
কলকাতায় এল বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 9:00 PM IST

Updated : Jun 16, 2024, 9:40 PM IST

কলকাতা, 16 জুন:ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে রবিবার রাতেই কলকাতায় এসে পৌঁছল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা ৷ আর কলকাতায় পা রেখেই চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ সারা দেশে ভোট হলেও বারবার হিংসার ঘটনা উঠে আসছে বাংলাতেই, এমনই অভিযোগ করলেন পটনার বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ ৷

ভোটে হিংসায় বারবার কেন বাংলার নাম (ইটিভি ভারত)

রাজ্যে ভোট হিংসার খবর খতিয়ে দেখতে চার সদস্যের বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ যার নেতৃত্বে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ এছাড়া আরও তিন সাংসদ রয়েছেন ওই প্রতিনিধি দলে ৷

লোকসভা নির্বাচন শেষ হয়েছে 1 জুন এবং ফলাফল 4 জুন ৷ এর পরপরই, একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা এলেন বিজেপির জাতীয় প্রতিনিধি দল ৷

চার সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ ব্রিজলাল, কবিতা পতিদার, বিপ্লব দেব এবং রবিশংকর প্রসাদ ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি দেখতে যাওয়ার কথা রয়েছে এই প্রতিনিধি দলের সদস্যদের ৷ পরিস্থিতি খতিয়ে দেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট জমা দেবেন তাঁরা ৷ আর কলকাতায় পা দিয়ে বিপ্লব দেব বলেন, "2018 সালে ত্রিপুরায় বিজেপি আসার পর থেকে রাজনৈতিক খুন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে ৷ সিপিএম আমলে হত খুন ৷ কেউ যদি দেখাতে পারে রাজনৈতিক খুন হয়েছে আমি রাজনীতি ছেড়ে দেব ৷"

অন্যদিকে, প্রতিনিধি দলের আরেক সদস্য সাংসদ রবিশংকর প্রসাদ বলেন, "সারা দেশে নির্বাচন হয় কিন্তু বাংলায় কেন ভোটের পরই এত হিংসার ঘটনা ঘটে ? সারা দেশে তো এমন হিংসার ঘটনা ঘটে না ৷ মমতাজি বলেন তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, তবে এর জবাবও তাঁকেই দিতে হবে ৷ বার বার ভোটে হিংসায় কেন বাংলার নাম উঠে আসবে ? আর তো কোথাও এমন হিংসার ঘটনা ঘটে না !" প্রসঙ্গত রাজ্যে পঞ্চায়েত ভোটের পরও যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই সময়ও প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি ৷ সেই টিমেও ছিলেন রবিশংকর প্রসাদ ৷ এদিন সেই প্রসঙ্গ তুলে এনেও খোঁচা দিয়েছেন রবিশংকর প্রসাদ ৷

এদিকে এদিন সন্ধ্য়ায় কলকাতার মহেশ্বরী ভবনে যখন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে যখন কথা বলছেন রবিশঙ্কর প্রসাদ এবং বিপ্লব কুমার দেব-সহ চার সদস্যের বিজেপি প্রতিনিধিদল তখনই বাইরে বোমাতঙ্ক ছড়ায় ৷ খাস কলকাতায় সেন্ট্রাল অ্য়াভিনিউয়ে বিজেপি অফিসের বাইরে রাস্তার উপর তাজা বোমা পড়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ ৷ ঘটনাস্থলে পৌঁছয় ডগ স্কোয়াড এবং বিশাল পুলিশ বাহিনী ৷ এলাকা ঘিরে বোমা নিষ্ক্রিয় করার কাজ করে বোম স্কোয়াডের সদস্যরা ৷

Last Updated : Jun 16, 2024, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details