রাজ্যপালের কাছে পদক্ষেপের আবেদন বিজেপির কলকাতা, 10 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে শান্তি ফেরানোর দাবি নিয়ে শনিবার বিধানসভা থেকে রাজভবনে যান শুভেন্দু অধিকারীরা । বিরোধী দলনেতার নেতৃত্বে 50 জনের বেশি বিজেপি বিধায়ক এ দিন রাজভবনের লনে বিক্ষোভ দেখান । কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে কলকাতায় না থাকায় তাঁর ওএসডি-র হাতের দাবি সনদ তুলে দিলেন শুভেন্দু অধিকারী । 24 ঘণ্টার মধ্যে সন্দেশখালিতে শান্তি না ফিরলে আগামী সোমবার রাজভবন চত্বরের ভিতরেই অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা ।
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷ শুধু তাই নয়, সন্দেশখালিতে 144 দ্বারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রবিবারের মধ্যে রাজ্যপালকে সেখানে পৌঁছানোর আবেদন করেছেন শুভেন্দু অধিকারী । একই সঙ্গে তিনি জানিয়েছেন, আজ শনিবারই কেরালা থেকে কলকাতায় ফিরবেন সিভি আনন্দ বোস । সেই কারণেই তাঁর আবেদন, রবিবার সন্দেশখালিতে গিয়ে রাজ্যপাল গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন ৷ কারণ, সন্দেশখালিতে বেছে বেছে হিন্দু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর ।
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷ রাজভবনের উত্তর দরজার বাইরে 144 ধারার কপি পোড়ানোর পর শুভেন্দু অধিকারী বলেন, "আজ সকালে 144 ধারা জারি ও ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন, রাজ্যপাল প্রমুখদের ট্যাগ করেছি এক্স হ্যান্ডেলে । পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে তফসিলি জাতি-উপজাতির মহিলাদের উপর অত্যাচার চলছে । 14 জনকে গ্রেফতার করা হয়েছে । এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটকে রাখা হয় । সিপিএমের কায়দায় সেখানে রাজীব কুমার, মনোজ ভার্মাদের নিয়ে অত্যাচার করা হচ্ছে ।’’
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷ তিনি আরও বলেন, ‘‘144 এর কপি পোড়ালাম । রাজ্যপাল কেরালায় আছেন । রাজ্যপাল আজ ফিরবেন । আগামিকাল সেখানে পৌঁছান । সরকারি ক্ষমতা দিয়ে গণরোষ বন্ধ করতে পারবে না । রাজ্যপালকে 24 ঘণ্টা দিলাম । না করলে সোমবার রাজভবনের সিঁড়িতে বসে অনির্দিষ্টকালের জন্য ধরনা দেব ।’’
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷ তিনি রাজ্যপালের কাছে তফশিলি জাতি-উপজাতির মহিলাদের রক্ষা করার আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক মহিলাদের উপর যে অত্যাচার করেছে, তা টিভিতে সম্প্রচার হয়েছে । তা আমরা সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব । কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলি জাতি-উপজাতি মহিলাদের সম্মান লুঠ করেছে, তা তুলে ধরা হবে । 500-1000 এ কাজ হবে না ।’’
রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শনিবার কলকাতায়৷ শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, ‘‘সব বিজেপি নেতাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে । 111 জনের নামে FIR করা হয়েছে । রাজ্যপালকে অবিলম্বে সেখানে যেতে হবে । কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে । রাজ্যপাল পদক্ষেপ না করলে, শান্তি ফেরাতে না পারলে, সোমবার বিধানসভা থেকে সন্দেশখালি যাব । 144 ধারা ভাঙতে হলে ভাঙব । পারলে ওরা গুলি করুক ।"
আরও পড়ুন:
- সন্দেশখালিকে শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি প্রশাসনের, বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবাও
- বন্দুক হাতে প্রকাশ্যে সন্দেশখালিতে দাপাদাপি দুষ্কৃতীর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- সন্দেশখালি নিয়ে পদক্ষেপের আবেদন জানিয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের