পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের 'চোখ উপড়ে' নেওয়ার হুমকি সৌমিত্রের, কটাক্ষ সুজাতার - Soumitra Khan Controversial Remarks

Controversial Remark by Bishnupur BJP Candidate Soumitra Khan: তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার কথা বলে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ৷ যা নিয়ে পালটা বিজেপি প্রার্থীকে নিশানা করলেন তাঁর প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 1:53 PM IST

Updated : Mar 12, 2024, 5:17 PM IST

ময়নাপুরে লোকসভার প্রচারে তৃণমূলের 'চোখ উপড়ে' নেওয়ার হুঁশিয়ারি সৌমিত্র খাঁর

বিষ্ণুপুর, 12 মার্চ: সুজাতা মণ্ডলের জেলা পরিষদ ময়নাপুরে নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁর ৷ তৃণমূলের 'চোখ উপড়ে' নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ৷ বিজেপি কর্মীদের উপর অত্যাচারের পালটা এই 'চোখ উপড়ে' নেওয়ার হুঁশিয়ারি দেন বিদায়ী সাংসদ ৷ আর যা নিয়ে তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতার কটাক্ষ, চোখ উপড়ে নেওয়া, গলা টিপে ধরা, হাত-পা ভেঙে দেওয়ার হুমকি ছাড়া উনি আর কী পারেন !

সোমবার বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুরে নির্বাচনী প্রচারে যান সৌমিত্র খান ৷ সেখানে বিজেপি কর্মীদের নিয়ে সভা করছিলেন তিনি ৷ সভা থেকে সৌমিত্র সন্দেশখালি প্রসঙ্গ এবং সেখানকার মানুষের পালটা রুখে দাঁড়ানোর কথা বলতে শোনা যায় তাঁকে ৷ সন্দেশখালিকে উদাহরণ হিসেবে তুলে ধরে তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ করতে বিজেপির কর্মী সমর্থকদের উৎসাহ দেন তিনি ৷

আর এরই মাঝে সৌমিত্রকে বলতে শোনা যায়, "ভয় খাবেন না কেউ ৷ আপনাদের জন্য আমি আমার জীবন লড়িয়ে দেব ৷ 2019 সালে সারা রাজ্যে লড়াই করেছি আমরা ৷ এখন তো আমাদের বিধায়ক, সাংসদ আছে ৷ তৃণমূল যদি কিছু করতে যায়, তা হলে চোখ উপড়ে নেব ৷ সে ক্ষমতা আমি রাখি ৷ এই কথাটা বলে দিয়ে গেলাম ৷ শুধু আপনারা মনের সাহসটা রাখবেন ৷"

যা নিয়ে পালটা বিজেপির প্রতিদ্বন্দ্বীকে নিশানা করেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ৷ তিনি বলেন, "চোখ উপড়ে নেওয়া, গলা টিপে ধরা, হাত-পা ভেঙে দেওয়ার হুমকি ছাড়া উনি কী পারেন ? আমি দীর্ঘদিন এইসব অত্যাচার সহ্য করেছি ৷ সেই অত্যাচার সহ্য করতে না পেরে, বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম ৷ আর এখন উনি ময়নাপুরে গেছেন ৷ গত 10 বছরে ময়নাপুরের মানুষের কথা মনে পড়েনি ৷ যেহেতু আমি ময়নাপুর থেকে জেলা পরিষদের সদস্য, তাই এখন সেখানকার মানুষের কথা মনে পড়েছে ৷ ভোট এসেছে বলে ৷"

আরও পড়ুন:

  1. সৌমিত্রকে 'লম্পট' অ্যাখ্যা দিয়ে বিষ্ণুপুরে সুজাতার ব্রিগেড চলোর প্রচার
  2. হুগলিতে ‘দিদি নম্বর ওয়ান’, বিষ্ণুপুরে ‘প্রাক্তন’; লোকসভায় সেয়ানে সেয়ানে কোলাকুলি
  3. ফিরহাদের 'ললিপপে'ও গলল না বরফ, পার্থর বিরুদ্ধে ব্যারাকপুরেই প্রার্থী অর্জুন !
Last Updated : Mar 12, 2024, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details