মুর্শিদাবাদ, 2 এপ্রিল:জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা ৷বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। তবে প্রচারে নেমে তিনি যে শুধু প্রচার করেছেন তা নয়, অসুস্থদের প্রতি বাড়িয়ে দিচ্ছেন হাত ৷ প্রচারে বেরিয়ে কখনও দীর্ঘদিনের অসুস্থ ব্যক্তিকে বাড়িতে গিয়ে দেখছেন। প্রেসক্রিপশন লিখে পরামর্শ দিচ্ছেন ওষুধের। এই প্রসঙ্গেই প্রার্থী নির্মল সাহা বলেন, "একসময় রোগীরা আমার কাছে যেতেন। আজ আমি রোগীদের কাছে এসে বুঝতে পারছি ওনারা কত কষ্ট করে বহরমপুর আসতেন ডাক্তার দেখাতে।"
সম্প্রিত রেজিনগর বিধানসভা এলাকার বিকলনগরে প্রচারে এসে জানতে পারেন, এই গ্রামের বাসিন্দা অর্চনা মণ্ডল দীর্ঘদিন শয্যাশায়ী ৷ সেই রোগীর বাড়িতে গিয়ে বিছানার পাশে বসে শুশ্রূষা সুরু করেন চিকিৎসক নির্মল সাহা। নিজেই দেওয়াল থেকে রোগীর চিকিৎসার রিপোর্ট খুঁটিয়ে দেখলেন । মাথায় রক্তক্ষরণের জেরে অর্চনাদেবী শরীরের বাঁ-দিক প্যারালাইজড হয়ে গিয়েছে। নির্মলবাবু তাঁকে সম্পূর্ণ সুস্থ হওয়ার আশ্বাস দিয়ে পথ্য লিখে দিলেন । সেইসঙ্গে দিলেন বেশ কিছু পরামর্শও ৷ পাশাপাশি নির্বাচনা ব্যস্ততা মিটে গেলে অর্চনাদেবীকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন ৷ চিকিৎসকের ভূমিকা নিয়ে গ্রামের মানুষ উচ্ছসিত হয়ে পড়েন।
অর্চনাদেবীর স্বামী বিপুল মণ্ডল বলেন, "উনি বিজেপি প্রার্থী নন। আমাদের কাছে ভগবান।" প্রচারপর্ব সেরে সাংবাদিকদের সামনে অধীর চৌধুরীকে নিশানা করে বলেন, "পাঁচবারের সাংসদ তার মানে তাঁকে হারানো যাবে না, এটা কোনও কথা নয়। 35 বছরের বামফ্রন্টকেও সরতে হয়েছে । পাঁচবারের সাংসদ এটা যোগ্যতার মাপকাঠি হতে পারে না।