পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে ভ্রান্তিবিলাস! ভুল মূর্তিতে মালা পরিয়ে বিস্ময় প্রকাশ দিলীপের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Dilip Ghosh: ফের বিতর্কে দিলীপ ঘোষ ৷ অবশ্য, বিতর্ক ও দিলীপ ঘোষ দিন দিন সমার্থক শব্দে পরিণত হচ্ছে ৷ খবরের শিরোনামে বারবারই কোনও না কোনও মন্তব্যে বিতর্কে জড়ান বর্ষীয়ান এই বিজেপি নেতা ৷ এবার ফের বিতর্কে জড়ালেন তিনি ৷ বর্ধমানের মহারাজা কে তা না-জেনেই মূর্তিতে মালা পরিয়ে 'মহরাজ উদয়চাঁদ অমর রহে' বলে স্লোগান দিলেন বিজেপি প্রার্থী। তারপরই জানলেন তিনি তো মহারাজাই নন!

Dilip Ghosh
Dilip Ghosh

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 4:40 PM IST

Updated : Mar 31, 2024, 7:46 PM IST

ভুল মূর্তিতে মালা পরিয়ে বিস্ময় প্রকাশ দিলীপের

বর্ধমান, 31 মার্চ: লোকসভা নির্বাচনের ঘোষণার পরই চলতে ফিরতে বিতর্কে জড়াচ্ছেন দিলীপবাবু ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে মুখ খুলে কমিশনের কাছে শো-কজ খেয়েছেন তিনি ৷ তারপরই কমিশনকে 'মেসোমশাই' বলে কটাক্ষ করেছেন ৷ এবার গোলমাল বাঁধালেন ইতিহাস নিয়ে ৷ বর্ধমানের মহারাজা মনে করে ভুল মূর্তিতে মালা পরিয়ে তাঁকে 'মহারাজ উদয়চাঁদ অমর রহে' ধ্বনি তুলে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ ৷

আসলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যাঁকে মালা পরালেন তিনি আসলে বনবিহারী কাপুর ৷ তিনি কোনও দিনই বর্ধমানের রাজা ছিলেন না। তিনি ছিলেন রাজ পরিবারের জ্যোতিষী ৷ তাঁর মূর্তিতেই মালা পরিয়ে ফের একবার খবরের শিরোনামে চলে এলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷

রবিবার বর্ধমান শহরের লক্ষ্মী-নারায়ণ জিউ মন্দিরে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এই মন্দিরে ঢোকার আগে রাজবাড়ির ঘড়ির নীচে রাজা বনবিহারী কাপুর বাহাদুরের মূর্তি আছে। সেই মূর্তিতে মালা পরান দিলীপ ঘোষ। সেই মালা পরানোর সময় তিনি স্লোগান দেন, 'মহারাজ উদয়চাঁদ অমর রহে।' তখন ভিড় থেকে দিলীপ ঘোষকে বলে দেওয়া হয় এটা বনবিহারী কাপুরের মূর্তি। যা শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন! বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেসের মতে, দিলীপ ঘোষ রাজ্যের ইতিহাস-ভূগোল কিছুই বোঝেন না। তিনি বাংলার সংস্কৃতি জানেন না, বোঝেনও না। বিজেপি শুধু মানুষকে ভুল বোঝায়। মানুষ বুঝতে পারছে ৷ তাই পদ্ম প্রতীক বাংলা থেকে মুছে যাবে। তিনিই তো বলেছিলেন, গরুর দুধে সোনা আছে। ফলে বর্ধমানের মহারাজা কে তিনি চিনবেন কী করে। আসলে বিজেপি দলটাই এই ধরনের ৷ বাংলার শিক্ষা, সংস্কৃতি কোনও বিষয়েই তারা কিছু জানে না। অথচ জানার ভাব করে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করে।

বর্ধমানের ইতিহাসবিদ ডঃ সর্বজিৎ যশ বলেন, "রাজার এস্টেস্ট দেখার দায়িত্ব ছিল বনবিহারী কাপুরের। তাঁর ছেলে বিজয়চাঁদকে দত্তক নেয় রাজা মহাতাব চাঁদ। বিনিময়ে তাঁকে রাজার এসেস্ট দেখার দায়িত্ব দেয়। অন্যদিকে, রাজা উদয়চাঁদ ছিলেন বিজয় চাঁদ মহাতাবের জ্যেষ্ঠ পুত্র।" রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "দিলীপ ঘোষ তো বর্ধমানের মানুষ নন। মেদিনীপুর থেকে এসেছেন। উনি রাজবাড়ির ইতিহাস-ভূগোল কিছুই জানেন না। ওনারা বাইরে থেকে এসে শুধু মানুষকে ভুল বুঝিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করেন। উনিই বলেছিলেন গরুর দুধে সোনা আছে। ফলে তাঁর কাছ থেকে আর কী আশা করা যায়। উনি কে বর্ধমানের মহারাজা সেটাই জানেন না। মানুষ তাঁদের ছুড়ে ফেলে দেবে।"

আরও পড়ুন:

  1. মাথার স্টিকার কবে খুলবেন ? দিলীপের মন্তব্যের পরই ব্যান্ডেজ সরল মুখ্যমন্ত্রীর কপাল থেকে
  2. 'কেউ আঘাত পেলে দুঃখিত', মমতাকে নিয়ে মন্তব্যে কমিশনকে চিঠি দিলীপের
  3. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
Last Updated : Mar 31, 2024, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details