পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডুগডুগি বাজিয়ে মনোনয়ন, সতীর্থকে পাশে নিয়ে 'কীর্তি'র কথা শোনালেন দিলীপ - Lok Sabha Election 2024

Dilip Ghosh Files Nomination: মনোনয়নপত্র জমা দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । জানিয়ে দিলেন, রাজ্যের লোকসভা আসনগুলির মধ্যে এখানেই সবচেয়ে বড় মার্জিনে জয় পাবে বিজেপি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 11:06 PM IST

বর্ধমান, 24 এপ্রিল: পশ্চিমবঙ্গ থেকে 30-35টি লোকসভা আসন ঝুলিতে ভরাকেই পাখির চোখ করেছে বিজেপি ৷ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে বিজেপি জিতবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে । বুধবার মনোনয়নপত্র জমা দিতে এসে এমনই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । জয়ের ব্যাপারে 100 শতাংশ আশাবাদী তিনি ৷

মনোনয়ন দিতে যাচ্ছেন দিলীপ ঘোষ

এদিন দিলীপ ঘোষ বলেন, "রাস্তার দু'পাশে হাজার হাজার মানুষ যেভাবে বাড়ি কিংবা দোকানের ছাদে ভিড় জমিয়েছেন দেখে আমি অভিভূত । বিজেপি যে বড় ব্যবধানে জিতবে সেটা আজকেই পরিষ্কার হয়ে গেল ।"

এদিন হুডখোলা গাড়িতে করে ডুগডুগি বাজাতে বাজাতে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে মানুষজন ভিড় করেছিলেন । হাজার হাজার বিজেপি নেতা-কর্মীরা এই মিছিলে পা মেলান । হুডখোলা গাড়িতে দিলীপ ঘোষের সঙ্গী ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ।

দিলীপ ঘোষ এদিন বলেন, "আমার বাড়িতে শিবমন্দির আছে । আমার মা সকালে সেখানে অভিষেক করে এসেছেন । এটা কুলদেবতার আশীর্বাদ । আমরা সামগ্রিকভাবে লড়াই করব । মানুষের সঙ্গে পাঁচ বছর থাকব । আমাদের দলের কর্মীরা যুদ্ধের ঘোড়ার মতো ৷ বাজনা না-বাজলে তাঁরা ময়দানে নামে না । তাঁরা সুযোগ খুঁজছিল । এখন তাঁরা ময়দানে নেমেছে । দিলীপ ঘোষ রাজ্যের যে কেন্দ্রে দাঁড়াবে সেখানেই জিতবে ।"

আরও পড়ুন:

  1. দল জিতলে সুকান্তর বাড়িতে চা খাবেন, বালুরঘাটে প্রচারে এসে বললেন দেব
  2. এসএসসি দুর্নীতিতে মমতাকে গ্রেফতারের দাবিতে পথে বাম-কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details