মেদিনীপুর, 17 এপ্রিল:রামনবমী নিয়ে কোচবিহারে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য ঘিরে আসরে অগ্নিমিত্রা পল ৷ অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোতয়ালি থানায় এফআইআর জানাতে গিয়ে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় নেত্রীর ৷ বুধবার মেদিনীপুরের ঘটনা ৷ অভিযোগ, না নেওয়ায় অবশেষে থানার দরজা বন্ধ করে বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা। যদিও পরবর্তীকালে থানার আইসি উপস্থিত হয়ে অভিযোগ নিলে অবরোধ তুলে নেন তিনি ৷ এই এলাকাটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখান থেকে অগ্নিমিত্রাকে প্রার্থী করেছে বিজেপি ৷
উল্লেখ্য, দিন দুয়েক আগে কোচবিহারে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, "রাজ্যে রামনবমীর নামে হিংসা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে ।" এই বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা । তাঁর দাবি, কোতোওয়ালি থানায় স্থানীয় বিজেপি সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে যান । কিন্তু সে সময় থানায় আই সি না-থাকায়, কর্তব্যরত অফিসারকে এফআইআর নেওয়ার কথা বলেন ৷ অভিযোগ, তিনি সেই এফআইআর নিতে অস্বীকার করেন ৷ এরপরই তাঁর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা ৷